For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে উঠবে 'ওদের' সুনামি! নির্বাচনের আগে কোন 'তুরুপের তাস' বের করছে গেরুয়া শিবির?

Google Oneindia Bengali News

অসম প্রদেশ কংগ্রেসের প্রধান রিপুন বোরা কয়েকদিন আগেই দাবি করেছিলেন যে আসন্ন নির্বাচনে বিজেপি সেরাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কংগ্রেস নেতার সেই দাবির পাল্টা বক্তব্য পেশ করতে গিয়ে এবার বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, কংগ্রেসের সুনামি শুধুমাত্র বাংলাদেশেই উঠতে পারবে। অসমে তাদের কোনও সুনামি আসবে না।

কংগ্রেসকে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার

কংগ্রেসকে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার

হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে কটাক্ষ করে এদিন বলেন, 'কংগ্রেস যে সুনামি উঠবে বলে দাবি করেছে, তা কেবলমাত্র বাংলাদেশেই উঠতে পারে।' তিনি আরও বলেন, 'রিপুন বোরার জানা উচিত, সুনামি সমুদ্রে ওঠে, নদীতে নয়। আমাদের নদীমাতৃক সমাজ। সুনামি এখানে আসে না। আমরা নদীর স্নিগ্ধ বাতাস উপভোগ করতে অভ্যস্ত। আসলে বাংলাদেশে সমুদ্রের কাছে অবস্থিত। তারা মনে হয় বিষয়টা গুলিয়ে ফেলেছে।'

রিপুনের উচিত আজমলকে কোলেপিঠে তুলে নেওয়া

রিপুনের উচিত আজমলকে কোলেপিঠে তুলে নেওয়া

আসন্ন অসম নির্বাচনের জন্য কংগ্রেস বদরুদ্দিন আজমালের এআইইউডিএফ এবং তিনটি বামপন্থী দলের সঙ্গে হাত মিলিয়েছে। আঞ্চলিক গণ মোর্চা নামক সেই জোটকেই কটাক্ষ করেন বিজেপি নেতা তথা অসম সরকারে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কংগ্রেসের দাবি ছিল, 'বদরুদ্দিন আজমল সাম্প্রদায়িক নন।' এর জবাবে হিমন্ত বলেন, 'রিপুনের উচিত আজমলকে কোলেপিঠে তুলে নেওয়া।'

'মিঞাঁ মুসলিম আমাদের ভোট দেয় না'

'মিঞাঁ মুসলিম আমাদের ভোট দেয় না'

পাশাপাশি হিমন্ত বলেন, 'ভবিষ্যতে রিপুনের ঘরে যখন নাতি-পুতি হবে, তখন তাঁদের নাম রাখা হোক বদরুদ্দিন আজমল, গিয়াসুদ্দিন আজমল, নিজামুদ্দিন আজমল। আমাদের এতে কোনও আপত্তি নেই। সমুদ্রের কাছের দেশ বাংলাদেশ। তাই ওদেনৃর 'সুনামি' একমাত্র বাংলাদেশেই উঠতে পারে। মিঞাঁ মুসলিম আমাদের ভোট দেয় না। আমি নিজের অভিজ্ঞতা থেকেই এই কথা বলছি।'

মুসলিম বহুল আসন নিয়ে বিজেপির পরিকল্পনা

মুসলিম বহুল আসন নিয়ে বিজেপির পরিকল্পনা

এদিকে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক সমীকরণ উস্কে দিয়ে হিমন্ত বলেন, 'মিঞাঁ মুসলিম আমাদের ভোট দেয় না। আমি আমার অভিজ্ঞতা থেকেই এই কথা বলছি। ওঁরা আমাদের ২০১৪ এর লোকসভা নির্বাচনে ভোট দেয়নি। মুসলিম বহুল আসনে বিজেপি ভোট পায় নি, অন্য আসনগুলো আমরা জিতেছি। আমরা তাও মসুলিম বহুল আসনে প্রার্থী দেব। যাতে সেখানে মুসলিমদের সাথে সম্পর্ক না রাখা মানুষ পদ্মে ভোট দিয়ে নিজেদের মতামত জাহির করতে পারে।' উল্লেখ্য, কংগ্রেস মূলত মুসলিম ভোট একত্রিত করেই নির্বাচনী বৈতরণী পার করার ছক কষছে। এই কারণেই বদরুদ্দিনের সঙ্গে হাত মিলিয়েছে তারা।

English summary
Assam Election 2021: Congress will win 100 seats in Bangladesh, snubs BJP's Himanta Biswa Sarma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X