For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গামলায় ভেসে নদী পেরিয়ে স্কুলে যায় ওরা, ভিডিওতে দেখুন রাজ্যের অনুন্নয়নের সেই ছবি

পরনে স্কুলের ইউনিফর্ম, হাতে একটি করে গামলা। তারপর সেই গামলায় বসে নদীর জলে ভেসে পড়ে পড়ুয়ারা। এভাবেই ‘তরী’ বেয়ে তারা যায় স্কুলে।

  • |
Google Oneindia Bengali News

পরনে স্কুলের ইউনিফর্ম, হাতে একটি করে গামলা। তারপর সেই গামলায় বসে নদীর জলে ভেসে পড়ে পড়ুয়ারা। এভাবেই 'তরী' বেয়ে তারা যায় স্কুলে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরও। উন্নয়নের ছোঁয়া লাগেনি এ গ্রামে। উত্তর-পূর্বের এ রাজ্যে অনুন্নয়নের ছবি আজও স্পষ্ট। নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় থাকলেও উন্নয়ন সেই বিশ বাঁও জলে।

গামলায় ভেসে নদী পেরিয়ে স্কুলে যায় ওরা, ভিডিওতে দেখুন রাজ্যের

এ চিত্র অসমের বিশ্বনাথ জেলার নদুওয়ারের। বিশ্বনাথ জেলার প্রাথমিক স্কুলের পড়ুয়ারা গামলার ভেলায় চেপে প্রতিদিন স্কুলে যায়। ভোট আসে ভোট যায়, এ ছবির বদল হয় না। এদের জন্য স্কুল বাস আসে না, ওদেরকে স্কুলে পৌঁছে দেন না কোনও অভিভাবক। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ওরা ভেসে চলে স্কুলের উদ্দেশ্যে।

ছাত্রছাত্রীদের গামলায় চেপে নদী পারের এ দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। অসমের বিশ্বনাথ জেলার অনুন্নয়নের এই চিত্র সামনে আসার পর তা সমালোচিত হচ্চে সমস্ত মহলেই। এমনকী শাসক দল বিজেপির বিধায়কও স্বীকার করে নিয়েছেন- এ দৃশ্য লজ্জার। তিনি বলেন, আমি লজ্জিত এটা দেখার পর। তিনি সরকারের সমালোচনা করতেও কসুর করলেন না।

বিধায়ক প্রমোদ বোরঠাকুর বলেন, এলাকায় কোনও পিডব্লুডি-র রাস্তা নেই। জানি না কীভাবে একটা দ্বীপে সরকার স্কুল তৈরি করল। তিনি কথা দেন, পড়ুয়াদের জন্য শীঘ্রই একটি নৌকার ব্যবস্থা করব। সেইসঙ্গে তিনি স্কুলটি এই দ্বীপাঞ্চল থেকে রানোর সুপারিশ করবেন বলেও জানান তিনি। তা না হলে যাতে পাকাপাকি কোনও সেতু করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করার কথা জানান বিধায়ক।

স্কুলের শিক্ষক বলেন, গামলায় চেপে ছাত্রছাত্রীরা স্কুলে আসে। এ ছবি খুবই চিন্তার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ওরা আসছে, যেকোনও দিন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। আগে কলা গাছের ভেলায় চেপে ওরা নদী পার হত। এখন ওরা অ্যালুমিনিয়ামের গামলা নিয়ে নদী পার হয়। বিধায়ক এই আশ্বাস দেওয়া তিনি খুশি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সরকারের আগে থেকেই কোনও ব্যবস্থা নেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, অথচ গামলায় ভেসে নদী পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে কচিকাঁচাদের, তাতে কী বার্তা যায় সরকারের প্রতি। বিজেপির পাল্টা অভিযোগ বিগত কংগ্রেস সরকারের দিকে। তাঁদের কথায়, এই তো ক্ষমতায় এসেছে বিজেপি।

English summary
Assam district children cross the river to go to school by aluminum pot’s boats. This picture is now viral in social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X