For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূপেন হাজারিকাকে সম্মান! কলকাতার বাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত অসম সরকারের

কলকাতার টালিগঞ্জে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার বাড়ি সংরক্ষণ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার টালিগঞ্জে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার বাড়ি সংরক্ষণ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বেলতলা বোহাগি উৎসব পালনের মঞ্চে ভূপেন হাজারিকা পুরস্কার দিতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভূপেন হাজারিকাকে সম্মান! কলকাতার বাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত অসম সরকারের

জনসাধারণের কাছে আদর্শ ভূপেন হাজারিকা। এমন মন্তব্যও করেছেন সর্বানন্দ সোনওয়াল। তিনি বলেছেন, এই সঙ্গীত রচয়িতার গানে বৈচিত্র ছিল। যা মানুষের মনকে স্পর্শ করে যেত। একইসঙ্গে তাঁর গানে উত্তর পূর্বের বিচিত্র চলচ্ছবিরও প্রকাশ পাওয়া গিয়েছে। মানুষের হৃদয়কেও তা স্পর্শ করে গিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এবছরের ভূপেন হাজারিকা পুরস্কার প্রাপক রত্না ওঝা বলেছেন, ভূপেন হাজারিকা তাঁর সৃষ্টির মাধ্যমে অসমবাসীদের মনে বেঁচে রয়েছেন। তাঁর সৃষ্টি বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তাও দিয়েছে। তাঁকে ভারতরত্ন দেওয়া না হলেও, জনতার হৃদয়ে তিনি বেঁচে থাকবেন বলেও জানিয়েছেন রত্না ওঝা।

English summary
Assam CM says State government would preserve Kolkata residence of music maestro Bhupen Hazarika
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X