
শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের পৌঁছানোর আগেই হোটেলে মুখ্যমন্ত্রীর গাড়ি! জোর জল্পনা
মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ময়দানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা! অসমের যে হোটেলে শিবসেনা'র বিদ্রোহী বিধায়করা রয়েছেন বলে খবর তার বাইরেই দেখা গেল মুখ্যমন্ত্রীর কনভয়। বুধবার সকালে অসমের রাজধানী গুয়াহাটি'র রেডিশন ব্লু হোটেলে নাকি ঢুকতে দেখা যায় হিমন্ত বিশ্বশর্মাকে। এমনটাই দাবি একাধিক সংবাদ মাধ্যমের।
যা ঘিরে একেবারে সরগরম সে রাজ্যের রাজনীতিও। সংবাদমাধ্যমের খবর ঘিরে চাঞ্চল্য।

বিধায়করা পৌঁছানো'র আগেই তাঁর গাড়ি হোটেলে
মঙ্গলবার সন্ধ্যাতেও বন্যা কবলিত এলাকায় ত্রাণ শিবির পরিদর্শন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আর বুধবার সকালে বিদ্রোহী বিধায়করা পৌঁছানো'র আগেই তাঁর গাড়ি হোটেলে পৌঁছে যায়। ফলে প্রশ্ন উঠছে তাহলে কি শিবসেনার বিদ্রোহী বিধায়কদের ব্যবস্থা খতিয়ে দেখতেই ওই হোটেলে ছুটে যান হিমন্ত বিশ্বশর্মা। যদিও বিজেপির তরফে এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি। এমনকি কেনই বা হোটেলে মুখ্যমন্ত্রীর গাড়ি ছিল সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে কিছু জানানো হয়নি।

ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ
বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। শিবসেনার ৪০ বিধায়ককে নিয়ে এদিন সকালেই বিজেপি শাসিত এই রাজ্যে পৌঁছে যান শিবসেনার বিদ্রোহী বিধায়করা। পৌঁছে যান শিন্ডেও। গুজরাত থেকে কেন হঠাত অসম? তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়। আর এই জল্পনার মধ্যেই শিন্ডে জানান, আমাদের সঙ্গে ৪০ জনের বিধায়কের শক্তি রয়েছে। যা কিনা যে কোনও মুহূর্তে মহারাষ্ট্র সরকারকে ভেঙে দেওয়ার জন্যে যথেষ্ট বলে দাবি। যদিও বিদ্রোহী বিধায়ক স্পষ্ট জানান, তিনি এখনও শিবসেনাতেই আছে।

স্বাগত জানাতে উপস্থিত বিজেপি বিধায়ক
অন্যদিকে এদিন বিমানবন্দরে শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের স্বাগত জানাতে উপস্থিত বিজেপি বিধায়ক। বিধায়ক Sushanta Borgohain জানিয়েছেন, আমি তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছি। তবে কতজন বিধায়ক এসেছে আমি তা জানিনা। ব্যক্তিগত সম্পর্ক থেকেই বিমানবন্দরে আসা বলেও জানিয়েছেন বিধায়ক। তবে তাঁদের অনুষ্ঠানের বিষয়ে আমার কিছু জানা নেই বলেও জানিয়েছেন Sushanta Borgohain।

রাজনীতি ঘিরে উঠছে প্রশ্ন
পাশাপাশি এই মুহূর্তে অসমের বিলাসবহুল Radisson Blu Hotel-এ ঠিকানা শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের। জানা যাচ্ছে, এই মুহূর্তে হোটেলে ৪০ জন বিধায়ক রয়েছেন। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা হোটেল। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। বাইরে বিশাল পুলিশবাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বন্যাতে কবলিত অসমের বিস্তীর্ন অংশ। সেখানে দাঁড়িয়ে সে রাজ্যে এই রাজনীতি ঘিরে উঠছে প্রশ্ন।
মহারাষ্ট্রে বিদ্রোহ, বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত