For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সন্দেহজনক নাগরিক'-এর তালিকায় এবার অসমের এই বিধায়কও

সন্দেহজনক নাগরিকের তালিকায় এবার অসমের বিজেপি বিধায়ক কিশোর নাথ। শুধু তিনিই নন, তাঁর পরিবারের প্রায় সব সদস্যই বিদেশি চিহ্নিতকরণে গঠিত ট্রাইবুনালের সামনে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন।

Google Oneindia Bengali News

সন্দেহজনক নাগরিকের তালিকায় এবার অসমের বিজেপি বিধায়কও। শুধু তিনিই নন, তাঁর পরিবারের প্রায় সব সদস্যই বিদেশি চিহ্নিতকরণে গঠিত ট্রাইবুনালের সামনে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন। অসমের বরাক উপত্যকার বরখোলা কেন্দ্রের এই বিজেপি বিধায়কের নাম কিশোর নাথ।

সন্দেহজনক নাগরিক-এর তালিকায় এবার অসমের এই বিধায়কও

বরখোলার বিজেপি বিধায়ক কিশোর নাথ ছাড়াও যাঁরা নোটিশ পেয়েছেন তাঁরা হলেন, বিধায়কের স্ত্রী নীলিমা নাথ, চার ভাই মতিলাল নাথ, প্রদীপ নাথ, জগদীশ নাথ, মানিক নাথ এবং এক ভাই-এর স্ত্রী রাখি নাথ।

২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধায়ক কিশোর নাথ এবং তাঁর পরিবারের সদস্যদের বিদেশি চিহ্নিতকরণে গঠিত ট্রাইবুনালের বিচারকের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতের নাগরিক হিসেবে সেখানেই তাঁদের প্রমাণ দিতে হবে।

তিনি এবং তাঁর পরিবার ভারতের নাগরিক। দাবি করেছেন বিজেপি বিধায়ক কিশোর নাথ। সব প্রমাণপত্র নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। বিজেপি বিধায়ক পূর্বতন কংগ্রেস সরকারকে বিষয়টির জন্য দোষী সাব্যস্ত করেছেন। তাঁর অভিযোগ, পূর্বতন সরকারই ট্রাইবুনালকে সবার কাছেই এইরকম নোটিস পাঠানোর ব্যাপারে নির্দেশ দিয়েছিল।

বিষয়টি অসম বিধানসভার স্পিকারকেও জানিয়েছেন এই বিজেপি বিধায়ক।

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে অসমে বিক্ষোভ লেগেই আছে। নাগরিকত্ব আইন ১৯৫৫ সংশোধনের জন্য লোকসভায় ইতিমধ্যেই বিল পেশ হয়েছে। বিলে ছয় বছর ভারতে থাকলেই হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

English summary
Assam BJP MLA and his family gets Doubtful Citizen Notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X