For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর-পূর্বের এই বিজেপি রাজ্য অস্ত্র পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে

আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে অসমে। এমনটাই সন্দেহ করছে সেরাজ্যের পুলিশ। কয়েকদিন আগে কুমারগ্রাম পুলিশের জালে ভিন রাজ্যের দুই অস্ত্র পাচারকারি গ্রেফতার হওয়ার পরে সেই সন্দেহ জোরদার হয়েছে

  • |
Google Oneindia Bengali News

আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে অসমে। এমনটাই সন্দেহ করছে সেরাজ্যের পুলিশ। কয়েকদিন আগে কুমারগ্রাম পুলিশের জালে ভিন রাজ্যের দুই অস্ত্র পাচারকারি গ্রেফতার হওয়ার পরে সেই সন্দেহ জোরদার হয়েছে। সর্বানন্দ সোনওয়ালের সরকার ২০১৬ সালে ক্ষমতায় এসেছে। বিরোধীরা এখনই সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

উত্তর-পূর্বের এই বিজেপি রাজ্য অস্ত্র পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে

[আরও পড়ুন:'রান্নাঘর জ্বালিয়ে বকবক করছে' জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে মোদীকে তোপ মমতার ][আরও পড়ুন:'রান্নাঘর জ্বালিয়ে বকবক করছে' জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে মোদীকে তোপ মমতার ]

গত সপ্তাহে অসম বাংলাদেশ সীমান্তের কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া এলাকায় অস্ত্র বিক্রি করতে এসে অস্ত্র পাচারকারী সন্দেহে ভিন রাজ্যের দুই যুবক পুলিশের হাতে ধরা পড়ে। ক্রেতা সেজে অভিযান চালিয়েছিল পুলিশ।

বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় অস্ত্র বিক্রির জন্য ঘাঁটি গেড়েছিল ওই দুই দুষ্কৃতী। তারা বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা বলে খবর। সমীরকুমার দাস ও মনীশকুমার যাদবকে পুলিশ একটি ওয়ান শটার বন্দুক ও একটি নাইনএমএম পিস্তল ও বেশ কিছু কার্তুজ সহ ধরেছে।

কেএলও জঙ্গিদের দাপটে কুমারগ্রাম এলাকা একসময় কাঁপতো। পরে তা শান্তও হয়ে গিয়েছিল। তবে নতুন করে কুমারগ্রামে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

[আরও পড়ুন: সারা বিশ্বে নজির! অটিজম আক্রান্তদের জন্য আলাদা শহর গড়ে উঠছে বাংলায় ][আরও পড়ুন: সারা বিশ্বে নজির! অটিজম আক্রান্তদের জন্য আলাদা শহর গড়ে উঠছে বাংলায় ]

English summary
North East India state Assam becomes heaven of illegal arms trafficking racket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X