For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-রাজ্য স্তব্ধ বাঙালি সংগঠনের দাপটে, অধিকারের দাবিতে সফল নাগরিক কমিটি

অসমের তিনসুকিয়ায় বাঙালি গণহত্যার প্রতিবাদে গর্জে উঠল নাগরিক অধিকার সমন্বয় সমিতি। জোট বাঁধল ১৪ বাঙালি গণসংগঠন। সম্মিলিত প্রতিবাদে বনধের ডাক দিয়ে অসমকে স্তব্ধ করে দিল তারা।

  • |
Google Oneindia Bengali News

অসমের তিনসুকিয়ায় বাঙালি গণহত্যার প্রতিবাদে গর্জে উঠল নাগরিক অধিকার সমন্বয় সমিতি। জোট বাঁধল ১৪ বাঙালি গণসংগঠন। সম্মিলিত প্রতিবাদে বনধের ডাক দিয়ে অসমকে স্তব্ধ করে দিল তারা। নাগরিক অধিকার সমন্বয় সমিতির ডাকে স্তব্ধ বারাক উপত্যকা। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় বনধ কর্মসূচি সফল হয়েছে।

বনধে সমর্থন

বনধে সমর্থন

কংগ্রেস ও সিপিএম-এর মতো রাজনৈতিক দল পৃথকভাবে বারাক উপত্যকায় বনধের ডাক দেয়। এই বনধের জেরে কার্যত অচল হয়ে যায় জনজীবন। রাস্তাঘাট শুনশান ছিল এদিন। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল বাধলেও শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে বনধ।

বাঙালিরা জোট বেঁধেছে

বাঙালিরা জোট বেঁধেছে

তিনসুকিয়ায় গণহত্যার পর ফুঁসছে অসম। বাঙালিরা জোট বেঁধেছে। তারই মধ্যে চলছে বনধ। শুনশান রাস্তা। মাঝেমধ্যেই নিস্তব্ধতা ভেদ করে আসছে কান্নার রোল। তবে বাঙালি সংগঠনগুলি বুঝিয়ে দিয়েছে, আর তারা মুখ বুজে থাকবে না। প্রতিবাদে মুখর হয়ে উঠবে অন্যায়-অত্যাচার দেখলেই।

তপ্ত অসমে আসছে তৃণমূল

তপ্ত অসমে আসছে তৃণমূল

এরপর তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে অসমে। এবার অসমের তিনসুকিয়ায় বাঙালি নিধন-যজ্ঞের প্রতিবাদে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার ডেরেক ও'ব্রায়ানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সমবেদনা জানাবেন নিহতদের পরিবারকে।

অসম গণহত্যার প্রতিবাদ

অসম গণহত্যার প্রতিবাদ

কারা এরই মধ্যে তৃণমূলের ডেরেক ও'ব্রায়ান, নাদিমূল হক, মমতাবালা সরকার, মহুয়া মিত্রের আগমনের পর ফের নতুন করে উত্তেজনা ছড়াবে না তো! অসম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকে। কারণ গতবার এনআরসি ইস্যুতে তৃণমূল সাংসদ-বিধায়কদের বিমানবন্দর থেকেই বের হতে দেওয়া হয়নি।

পাঁচ বাঙালি খুন

পাঁচ বাঙালি খুন

বৃহস্পতিবার রাতে একই পরিবারের তিনজন-সহ মোট পাঁচজন বাঙালিকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে উঠে আসে আলফা জঙ্গি-যোগ। পরে আলফা জঙ্গি সংগঠনের তরফে এই দায় অস্বীকার করা হয়।

আলফা লিঙ্কম্যান গ্রেফতার

আলফা লিঙ্কম্যান গ্রেফতার

যদিও শনিবার এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আলফা জঙ্গি লিঙ্কম্যান বলে মনে করছে অসম প্রশাসনে। ফলে ফের অসম গণহত্যার পিছনে উঠে আসছে আলফা জঙ্গি-যোগ।

আলফা-যোগ দেখছে প্রশাসন

আলফা-যোগ দেখছে প্রশাসন

অসম পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেখলাই গগৈ। তার সঙ্গে আলফা-যোগের প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। দেখলাই আলফা লিঙ্কম্যানের কাজ করত। ঘটনার সময় সে ঢোলা সাদিয়া ব্রিজের কাছে ছিল বলে জানতে পেরেছে পুলিশ। এদিকে শুক্রবার গ্রেফতার হওয়া আলফা নেতা মৃণাল হাজারিকার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আগের অভিযোগে গ্রেফতার

আগের অভিযোগে গ্রেফতার

এই ঘটনায় জিতেন দত্ত নামে আরও একজনকে আটক করা হয়েছে। ধৃত জিতেনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃণাল হাজারিকাকে উত্তেজক বক্তব্য রাখার জন্য গ্রেফতার করা হয়। কিছুদিন আগে অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। অভিযোগ, তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে খুনের পর তাঁকে গ্রেফতার করে এই ঘটনার সঙ্গে আলফা-যোগ প্রমাণিত করতে চাইছে বিজেপি সরকার।

বনধ সফল শনিবারও

বনধ সফল শনিবারও

শুক্রবার ১২ ঘণ্টার বনধ পালিত হয়েছে অসমে। এদিন অসমজুড়ে ১৪টি বাঙালি সংগঠনের ডাকে ২৪ ঘণ্টার বনধ পালিত হল। রাজ্যের অধিকাংশ জেলাতেই বনধের প্রভাব পড়েছে। অধিকাংশ দোকানই বন্ধ। রাস্তাঘাট ছিল শুনশান।

English summary
Assam and Barak valley Strike is succeeded in protest of Tinsukia massacre. Assam is stop for strike of citizen forum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X