For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ভোটে বিজেপিকে ঠেকাতে তেজস্বীর বড়সড় পাশার চাল! এবার অসম নিয়ে নয়া স্ট্র্যাটেজি

একুশের ভোটে বিজেপিকে ঠেকাতে তেজস্বীর বড়সড় পাশার চাল! এবার অসম নিয়ে নয়া স্ট্র্যাটেজি

  • |
Google Oneindia Bengali News

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল রেখে মূলত আরজেডি জোট বার্তা দিয়েছে তৃণমূলের দিকে। এদিকে, শুধু বাংলা নয়, একুশের ভোটে অসমকে টার্গেট করেও এগোচ্ছে লালুপ্রসাদ যাদবের আরজেডি।

 অসমে কয়টি আসন টার্গেট তেজস্বীদের?

অসমে কয়টি আসন টার্গেট তেজস্বীদের?

মূলত , অসমে ১০ থেকে ১২ টি আসন টার্গেট করে এগোতে চাইছে তেজস্বী যাদবরা। আর সেই কারণেই তারা আপাতত কংগ্রেসের সঙ্গে জোট গড়ার দিকে এগোচ্ছে। শুধু কংগ্রেস নয়, বরং এআইডিইউএফকে নিয়েও তাদের জোট সম্ভাবনার কথা আরজেডি উড়িয়ে দিচ্ছে না।

জোট অঙ্ক ও আরজেডি

জোট অঙ্ক ও আরজেডি

প্রসঙ্গত, বিহারে মহাজোট গড়ে আরজেডি কংগ্রেস ও বামেদের সঙ্গে নিয়েছিল সেখানের বিধানসভা ভোটে। তবে অসমের ক্ষেত্রে বামেদের সঙ্গে রাখছে তাইছে না আরজেডি। কেবলমাত্রা এআইইউডিএফ ও কংগ্রেসকে সঙ্গে চাইছে তারা। বাংলার ক্ষেত্রে যদিও কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়তে রাজি নয় আরজেডি। সেখানা তাদের পছন্দ তৃণমূল। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ সিদ্ধান্ত নেবে বলেও জানায় তারা।

 কংগ্রেসের বার্তা

কংগ্রেসের বার্তা

অন্যদিকে ৫ টি জলের জোট নিয়ে অসমে নমাতে চাইছে কংগ্রেস। তাতে এআইএউডিএফ যেমন রয়েছে , তেমন স্থানীয় দলও রয়েছে তাদের সঙ্গে। সেই জায়গা থেকে আরজেডির সঙ্গে হাত মেলানোর ক্ষেত্রে কংগ্রেস সম্মত হতে পারে বলে বার্তা অনেকের।

 অসম ও আরজেডির ভোট

অসম ও আরজেডির ভোট

মূলত অসমের হিন্দিভাষী ভোটই কংগ্রেস জোটের ঘরে এনে দিতে প্রস্তুতি নিচ্ছে আরজেডি। আর সেই অঙ্কে বিজেপির ঘর থেকে হিন্দি ভোট কাটা নিয়ে তারা কোন পথে এগিয়ে যাচ্ছে, সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।

ফের এনআরসি উস্কানি, অমিতের বনগাঁ সভা নিয়ে প্রমাদ গুণছে তৃণমূল, প্রতিবাদে ১ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণাফের এনআরসি উস্কানি, অমিতের বনগাঁ সভা নিয়ে প্রমাদ গুণছে তৃণমূল, প্রতিবাদে ১ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা

English summary
Assam Assembly election 2021, RJD looking for 12 seats as they wasnt alliance with congress aiudf
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X