For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশে কংগ্রেস জোট দুরমুশ করতে বিজেপি নামাল কোন সেনাপতিকে! নরেন্দ্র-ফ্যাক্টর ফের খবরে অসমে

  • |
Google Oneindia Bengali News

বাংলায় ২০০ আসন টার্গেট, আর অসমে বিজেপি ১০০ আসনকে নিশানা করে এগোচ্ছে। এদিকে, কংগ্রেস আগে ৮৪ আসনের টার্গেট রাখলেও মহাজোটের পর ১০০ ই আপাতত তাঁদের নজরে। এই জায়গা থেকে লড়াইতে নেমে অসমে ১৬ সদস্যের একটি রাজ্য নির্বাচনী কমিটি গড়েছে বিজেপি।

অসমে বিজেপির আস্থা নরেন্দ্রতেই!

অসমে বিজেপির আস্থা নরেন্দ্রতেই!

প্রসঙ্গত অসমে বিজেপির আস্থা রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমারে। দেশজুড়ে কৃষি বিক্ষোভের মাঝেই দল ফের একবার নরেন্দ্র সিং তোমারেরর ওপর আস্থা দেখিয়ে তাঁকে অসমের নির্বাচনী ইনচার্জ করেছে।

 ইস্তেহার গঠনে অসমে কোন ছকে বিজেপি?

ইস্তেহার গঠনে অসমে কোন ছকে বিজেপি?

প্রসঙ্গত, ইস্তেহার গঠনে বিজেপি এবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের মতামত নিচ্ছে। ঠিক বাংলায় যে মডেলে বিজেপি ইস্তেহার গড়ছে, একই মডেলে অসমের ১০০ আসন জয়ের লক্ষ্য়ে তা করছে বিজেপি। এই ইস্তেহার কমিটিতে রয়েছেন অসম বিজেপির ১৩ জন নেতা নেত্রী। এই মর্মে বিজেপি লোকসভা ভোটচের সময় যে কর্মসূচি নিয়েছিল, সেই 'ভারত কি মন কী বাত, মোদী কে সাথ ' এর হাত ধরেই ইস্তেহার গঠনের কাজ হবে মানুষের রায় নিয়ে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় এই অভিযানের অন্যতম
মুখ ছিলেন রাজনাথ সিং ও অমিত শাহ।

 ১০০ আসন দখলের টার্গেটে বিজেপির স্ট্র্যাটেজি

১০০ আসন দখলের টার্গেটে বিজেপির স্ট্র্যাটেজি

বাংলায় ২০০ আসন টার্গেট, আর অসমে বিজেপি ১০০ আসনকে নিশানা করে এগোচ্ছে। এদিকে, কংগ্রেস আগে ৮৪ আসনের টার্গেট রাখলেও মহাজোটের পর ১০০ ই আপাতত তাঁদের নজরে। এই জায়গা থেকে লড়াইতে নেমে অসমে ১৬ সদস্যের একটি রাজ্য নির্বাচনী কমিটি গড়েছে বিজেপি।

৬৪ ম্যাজিক ফিগার, সমীক্ষা কী বলছে অসম নিয়ে?

৬৪ ম্যাজিক ফিগার, সমীক্ষা কী বলছে অসম নিয়ে?

সাম্প্রতিককালে এবিপি সিভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি জোটের এনডিএ ৭৩-৮১ টি আসন দখল করতে পারবে। আর অন্যদিকে, কংগ্রেস ৩৬-৪৪ তে থেমে যেতে পারে। তবে ১০০ আসন কেউই পাচ্ছে না, বলে দাবি সমীক্ষার। এই জায়গা থেকে বিজেপি স্ট্র্যাটেজির বড় অংশে রয়েছেন মুখ্যমন্ত্রী সোনোয়াল ও অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

English summary
Assam Assembly Election 2021, Narendra Tomar appointed as Election in Charge, know party's strategy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X