For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের টার্গেট ১০১, বিজেপিকে টেক্কা দিতে সংখ্যালঘুদের হাত ধরার পরিকল্পনা হাত শিবিরের

Google Oneindia Bengali News

অসমের নির্বাচনে বিজেপিকে হারাতে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। এর আগে অসমে বিজেপি ১০০ আসনের টার্গেট সেট করেছিল। সেই পথে হেঁটেই এবার ১০০ আসনের লক্ষ্য স্থির করল কংগ্রেসও। তবে কোন ছক কষে এই টার্গেট পূরণের স্বপ্ন দেখছে কংগ্রেস? মূলত সেরাজ্যের সংখ্যালঘু ভোটের উপর ভর করেই এই চক কষছে কংগ্রেস।

কংগ্রেসের 'মিশন ১০০ প্লাস'

কংগ্রেসের 'মিশন ১০০ প্লাস'

অসমের সংখ্যালঘু ভোটারদের মধ্যে নিজেদের বিস্তার ঘটাতে বদ্ধপরিকর হয়েছে হাত শিবির। এই লক্ষ্যে শুক্রবার রাজ্যে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে মিছিল-মিটিং করে কংগ্রেস। সেখানেই কংগ্রেস 'মিশন ১০০ প্লাস'-এর ঘোষণা করে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

কংগ্রেস অসমে পরবর্তী সরকার গঠন করবে

কংগ্রেস অসমে পরবর্তী সরকার গঠন করবে

শুক্রবার কংগ্রেস অসমের মোরিগাওঁ-এর লাহৌরিঘাটে এক বিশাল সমাবেশ করেছিল। কংগ্রেসের সর্বভারতীয় সংখ্যালঘু শাখার সভাপতি নাদীম জাভেদও উপস্থিত ছিলেন সেই সমাবেশে। এদিন সভায় নাদীম বলেন, 'বিজেপি সরকার যেভাবে গরিবদের উপর অত্যাচার করেছে, তাতে অসমে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। কংগ্রেস অসমে পরবর্তী সরকার গঠন করবে।'

কংগ্রেসের মাস্টারস্ট্রোক

কংগ্রেসের মাস্টারস্ট্রোক

এদিকে কংগ্রেস যেই মাস্টারস্ট্রোকটা খেলেছে, তা হল বদরুদ্দিন আজমালের এআইইউডিএফ-এর সঙ্গে জোট তৈরি করা। এদিকে বদরুদ্দিন আজমালের এআইইউডিএফ ছাড়াও আরও চারটি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হারানোর মরিয়া চেষ্টা করতে চলেছে কংগ্রেস। এই জোটের উপর ভিত্তি করেই অসমের কংগ্রেস নেতা প্রদ্যুত বরদোলোইয়ের দাবি, কংগ্রেস ১০১ আসনে জিতবে।

বিভাজনের রাজনীতি করছে বিজেপি

বিভাজনের রাজনীতি করছে বিজেপি

প্রদ্যুত বরদোলোই এদিন বলেন, 'বিজেপি যে ১০০ আসন টার্গেট করার কথা ঘোষণা করেছে, তা বৃথা। বিজেপির স্বপ্ন মিথ্যা প্রমাণিত হবে। কংগ্রেসের সঙ্গে অনেক দল জোট গড়েছে। আরও ৫-৬টি দল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে। তারা ভারতে দুটো বিশ্ব তৈরি করতে চাইছে। একটিতে মুসলিমরা থাকবেন না, অন্যটিতে শুধু মুসলিমদের দুনিয়া। এই দুই দুনিয়ার মধ্যে লড়াই লাগাতে চায় বিজেপি।'

English summary
Assam Assembly Election 2021 : Congress targets 101 seats as the look to win hearts of Muslim voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X