অসমে বিজেপিকে ধাক্কা দিয়ে জমি পুনরুদ্ধারে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস! অমিত-বাহিনীকে টক্কর দিতে সোনিয়ার কোন নির্দেশ
হারানো জমি এবার ফিরে পাওয়ার দিকে তাকিয়ে অসমের বিধানসভা ভোট যুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস। যে জমি এককালে হাত শিবিরের দখবেই , ছিল তা মোদী সুনামির গ্রাসে বিজেপির হাতে যায় গত নির্বাচনে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার রাহুল গান্ধী ব্রিগেড।

কংগ্রেস ঘুঁটি সাজাচ্ছে ৮ কমিচির ভরসায়!
অসম জিততে কংগ্রেস ঘুঁটি সাজাতে শুরু করেছে ৮ টি কমিচির ভরসায়। এবার কংগ্রেসের অসমের প্রধান রিপুন ভোরা রয়েছেন ময়দানে। আর তাঁর কাছে সোনা সোনিয়া শিবির থেকে আসা নির্দেশে যে কমিটিগুলি গঠিত হয়েছে সেগুলি হল, নির্বাচন কমিটি, নির্বাতন ম্য়ানেজমেন্ট কমিটি, ইস্তেহার কমিটি, কোঅর্জিনেশ কমিটি, প্রচার কমিটি, পাবলিসিটি কমিটি, মিডিয়া ও সংযোগ কমিটি, আউটরিচ কমিটি।

গগৈ-বোরা জুটি ও অসম ভোট
প্রসঙ্গত, কংগ্রেসের তরফে যে ইস্তেহার কমিটি তৈরি হয়েছে সেখানে গৌরভ গগৈ প্রধান। অন্যদিকে ইলেকশন কমিটির প্রধান হয়েছেন রিপুন বোরা।

বিজেপির কাছে কোন চ্যালেঞ্জ অসমে?
প্রসঙ্গত, বিজেপির কাছে অসম জয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে সিএএ। এছাড়াও তার আগে এনআরসি নিয়ে অসমের বুকে ক্ষোবের পাথর জমে ছিল। আর সেই জায়গা থেকে খেলা ঘোরাতে চাইছে কংগ্রেস।

কোন শক্তিতে বিজেপি উৎখাতের প্রস্তুতি?
প্রসঙ্গত, অসেমর প্রদেশ কংগ্রেস কমিটি জানিয়েছে , তাঁরা ৫ টি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপির মোকাবিলা করতে তৈরি হচ্ছে। স্থানীয় দল এআইইউডিএফ, ছাড়াও বামেদের সঙ্গে মিলেই অসমে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নামতে চাইছে। এরসঙ্গে অসমের আঞ্চলিক গণমোর্চাও হাত শিবিরের দিকে হাত বাড়িয়েছে। সবমিলিয়ে অসমের ভোটের আগে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি তুঙ্গে কংগ্রেসের।

মিশন একুশে বিজেপির লক্ষ্য কলকাতা জোনের ৫১ আসনে, কোর কমিটিতে বিরাট চমক