For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সরকারের খুঁত খুঁজে বের করলেই পুরস্কার 'আইফোন ১২'! সোনোয়ালগড়ে পারদ চড়াল কংগ্রেস

বিজেপি সরকারের খুঁত বের করলেই পুরস্কার 'আইফোন ১২'! সোনোয়ালগড়ে পারদ চড়াল কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ভোটের ইস্যু কী হতে পারে, তা নিয়ে এবার দিশা ঠাওরাতে জনসংযোগের নতুন পদ্ধতি এবার হাতিয়ার করল কংগ্রেস। এই খবর অসমের বিধানসভা ভোট আঙিনার! সর্বানন্দ সোনোয়ালের গড় অসমে মূলত বিজেপি সরকারের ভুলভ্রান্তি তুলে ধরতে নয়া স্ট্র্যাটেজিতে চলছে কংগ্রেস।

কংগ্রেসের 'জোটের' ঘরে বিপদ!

কংগ্রেসের 'জোটের' ঘরে বিপদ!

মূলত, কংগ্রেসের জোট ঘিরে অসমে সমস্যা দেখা দিতে শুরু করেছে। বাম সহ কিছু আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে অসমে ভোট দিততে কংগ্রেস মহাজোটের রাস্তা নেয়। সেখানে আসন সমঝোতা নিয়ে আচমকাই বেঁকে বসেছে বদরুজ্জামানের এআইইউডিএফ। ফলে বিপাকে পড়েছে কংগ্রেস। এদিকে প্রচারে যাতে খামতি না থাকে , তার চেষ্টাতেও রয়েছে সোনিয়া শিবির।

বিজেপির খুঁত ও কংগ্রেসের পুরস্কার

বিজেপির খুঁত ও কংগ্রেসের পুরস্কার

কংগ্রেস অসমে একটি নতুন প্রচার পর্ব শুরু করেছে। যেখানে বলা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য অসমের মূল ইস্যু থেকে শুরু করে কোথায় কোথায় সমস্যা রয়েছে, তা নিয়ে কেউ ২ মিনিটের ভিডিও ক্লিপ পাঠালেই পুরস্কার। সরকারের খামতি নিয়ে রীতিমতো প্রতিযোগিতার ঘোষণা করেছে কংগ্রেস।

 ভিডিও পাঠালেই কোন পুরস্কার?

ভিডিও পাঠালেই কোন পুরস্কার?

কংগ্রেস 'অসম বাঁচাও' নামে একটি ওয়েবসাইটে এই ভিডিও পোস্ট করেছে। সেখানে পোস্ট করা ভিডিওগুলির মধ্যে থেকে যেগুলি সেরা হিসাবে উঠে আসবে, সেই গুলি আইফোন থেকে নগদ টাকা জিতে নিতে পারে বলে দাবি করা হচ্ছে।

কংগ্রেসের বক্তব্য

কংগ্রেসের বক্তব্য

কংগ্রেসের দাবি এমন প্রচার পর্ব শুরু করে তারা মানুষের দুঃখ কষ্টগুলো বুঝতে পারবে। আর সেই অভাব অভিযোগের সূত্র ধরেই কংগ্রেস অসম নিয়ে পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করতে চায় বলে দাবি সোনিয়া শিবিরের।

একুশের নির্বাচন জিততে ডাবল 'ট্রাম্প কার্ড’ মমতার, ডিফেন্সে দুর্নীতিই ভরসা বিজেপিরএকুশের নির্বাচন জিততে ডাবল 'ট্রাম্প কার্ড’ মমতার, ডিফেন্সে দুর্নীতিই ভরসা বিজেপির

English summary
Assam Assembly Election 2021, Congress asked citizens to film issues in state, to gift iPhone12 to winners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X