For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৪৪ জন উগ্রপন্থীর একযোগে আত্মসমর্পণ প্রজাতন্ত্র দিবসের আগে! তোলপাড় উত্তরপূর্ব জুড়ে

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র কয়েকটা দিন। তারপরই আসছে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস। আর ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ক্রমাগত আঁটোসাটো হচ্ছে নিরাপত্তা। পাশাপাশি রয়েছে, জঙ্গি হামলার আশঙ্কাও। আর এবার প্রজাতন্ত্র দিবসের আগে, একয়োগে ৬৪৪ জন উগ্রপন্থী ধরা দিল পুলিশের কাছে।

 কোথায় ঘটেছে আত্মসমর্পণ

কোথায় ঘটেছে আত্মসমর্পণ

উত্তরপূর্বের অসমে ৬৪৪ জন উগ্রপন্থী একযোগে আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। অসমের এই ঘটনা প্রজাতন্ত্র দিবসের আগে প্রশাসনের তরফের একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সেখানে ৮ টি নিষিদ্ধ সংগঠনের মোট ৬৪৪ জন পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছে।

 কোন কোন নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছে তালিকায়?

কোন কোন নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছে তালিকায়?

দেশ বিরোধী সংগঠন আলফা (আই), এনডিএফবি, এরএনএলএফ, কেএলও, সিপিআই (মাওবাদী) নিষিদ্ধ ঘোষিত রয়েছে ভারতে। এছাড়াও এনআলএফবি, এডিএফ, এনএসএএর মতো সংগঠন ভারতে নিষিদ্ধ বলে ঘোষিত। আর এই সমস্ত সংগঠন থেকেই ৬৪৪ জন উগ্রপন্থী এক যোগে পুলিশের কাছে ধরা দিয়েছে।

 অসম পুলিশ কী জানিয়েছে?

অসম পুলিশ কী জানিয়েছে?

অসম পুলিশের তরফে জাানানো হয়েছে, এটি দেশের পক্ষে একটি বড় সাফল্য। অসম পুলিশের তরফেও একটি বড়সড় দিন আজ। উত্তরপূর্বের ৮ টি নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতাও আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে অসম পুলিশ।

English summary
Assam 644 Militants of banned outfits surrenders before Republic day,says Police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X