For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়পুরে ১০২ বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন গেহলটের, কী বার্তা দিলেন উপ পদাধিকারী পাইলটকে

জয়পুরে ১০২ বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন গেহলটের, কী বার্তা দিলেন উপ পদাধিকারী পাইলটকে

Google Oneindia Bengali News

কংগ্রেসে ফের প্রকট নবীন-প্রবীণের লড়াই। সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের বিবাদ কোনও নতুন ঘটনা ছিল না। কিন্তু এবার সেটা চরমে উঠেছে। সচিন পাইলটের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ করা হয়েছে। এই নিয়ে চরম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। রাজস্থানের কংগ্রেস সরকারের প্রায় টলমল অবস্থা। এই পরিস্থিতিতে নিজের বাড়িতে কংগ্রেসের ১০২ বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন করলেন অশোক গেহলট।

শক্তি প্রদর্শন গেহলটের

শক্তি প্রদর্শন গেহলটের

রাজস্থানে কংগ্রেস সরকার প্রায় টলমল। মধ্যপ্রদেশের ছাঁদেই রাজস্থানে অপারেশন লোটাস চালাতে চাইছে বিজেপি। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। কিন্তু বিজেপির এই অভিষন্ধি যে কোনও ভাবেই পূরণ হবে না তার বার্তা দিতেই জয়পুরে নিজের বাসভবনে ১০২ জন বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অশোকের বাড়িতে ভিক্তি চিহ্ন দেখিয়ে কংগ্রেস সরকার মজবুত রাখার বার্তা দিয়েছেন তাঁরা।

সচিনকে বার্তা

সচিনকে বার্তা

নিজের বাসভবনে ১০২ জন বিধায়ককে এনে সচিন পাইলটটে পরোক্ষে বার্তা দিতে চেয়েছেন কংগ্রস। সচিনের জন্য এখনও দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন অশোক গেহলট। অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েেছন সচিনের সঙ্গে একবার যোগাযোগ করতে পারলেই তাঁরা সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন। যদিও এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে সচিনের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যায়নি বলে সূত্রের খবর। জয়পুরে বিধানসভার পরিষদীয় দলের বৈঠকেই উপস্থিত নেই সচিন।

নবীন প্রবীণের লড়াই

নবীন প্রবীণের লড়াই

রাজস্থান কংগ্রেস দখলে করার পর থেকেই সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছিল। এই নিয়ে কংগ্রেসের হাইকমান্ডের কাছে আবেদনও গিয়েছিল। কিন্তু পরে অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী করা হয়। তারপর থেকেই নবীন প্রবীণের লড়াই শুরু হয় দলের অন্দরে। যেমনটা মধ্য প্রদেশে ঘটেছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কমলনাথের।

নিজের দল গড়বেন সচিন

নিজের দল গড়বেন সচিন

যদিও বিজেপিতে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন সচিন ঘনিষ্ঠ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সচিন কথা বললেও তিনি নিজে বিজেপিতে যাচ্ছেন না বলে খবর। সচিন পাইলট নিজে পৃথক দল গড়বেন বলে খবর শোনা যাচ্ছে। কংগ্রেস থেকে বেরিয়ে নিজের দল গঠনের সম্ভাবনা রয়েছে সচিন পাইলটের

বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সুষ্ঠু তদন্তের আহ্বান রাজ্যপালের! মমতার 'গুণ্ডা'রাজের নিন্দা নাড্ডারবিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সুষ্ঠু তদন্তের আহ্বান রাজ্যপালের! মমতার 'গুণ্ডা'রাজের নিন্দা নাড্ডার

English summary
Asoke gehlot shows strenth with 102 MLAs in his Jaipur house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X