For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার বড় পরীক্ষা সচিনদের, তার আগেই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বার্তা গেহলটের

শুক্রবার বড় পরীক্ষা সচিনদের, তার আগেই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বার্তা গেহলটের

Google Oneindia Bengali News

শুক্রবার বড় পরীক্ষা হতে চলেছে রাজস্থানে। টানটান উত্তেজনা এখন মরুরাজ্যে। তার আগেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। তারপরেই দাবি করেছেন খুব শীঘ্রই বিধানসভা অধিবেশন ডাকবেন তিনি।

পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা দাবি অশোকের

পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা দাবি অশোকের

রাজস্থানে এখনও সংকট কাটেনি। তার আগেই পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিিন বলেছেন শীঘ্রই বিধানসভা অধিবেশন ডাকা হবে। রাজ্যপাল কলরাজ মিশ্রার সঙ্গে সাক্ষাত করতে যাওয়াপ আগেই সাংবাদিকদের এমনই দাবি করেছেন গেহলট। ২০ মিনিট প্রায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন গেহলট।

শুক্রবার রায় হাইকোর্টে

শুক্রবার রায় হাইকোর্টে

সচিন পাইলট সহ ১৮ জন কংগ্রেস বিধায়ক এবং নেতাকে বিধানসভা থেকে বরখাস্ত করার নোটিসের প্রেক্ষিতে মামলার রায় দান হবে শুক্রবার। রাজস্থান হাইকোর্ট সকাল সাড়ে ১০টায় রায়দান করবে। এর উপরেই নির্ভর করছে সচিন পাইলটদের ভবিষ্যৎ। যদিও রাজস্থান স্পিকার এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু হাইকোর্টে রায়দান না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয়।

সচিনরা হারবেনই দাবি অশোকের

সচিনরা হারবেনই দাবি অশোকের

সচিন পাইলটদের বিধানসভা থেকে বহিস্কারের নোটিস ধরানো হয়েছে। স্পিকারের এই নোিটস বৈধ এবং আইনত বলে দাবি করেছেন অশোক গেহলট। কাজেই শুক্রবার সরকারের পক্ষেই হাইকোর্ট রায় দেবে এমনই মনে করছে গেহলট সরকার।

সচিনদের ভবিষ্যৎ কী

সচিনদের ভবিষ্যৎ কী

রাজস্থান হাইকোর্ট যদি সচিনদের পক্ষে রায় দেয় তাহলে কী করবেন তাঁরা এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজস্থান বিধানসভায় দ্বন্দ্ব আরও প্রকট হবে। আর রায় সচিনদের বিপক্ষে গেলে গেহলট সরকার সুবিধাজনক অবস্থানে চলে যাবে ঠিকই। কিন্তু সেটাও খুব একটা সহজ হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরপর অবস্থান বিক্ষোভে কংগ্রেসবিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরপর অবস্থান বিক্ষোভে কংগ্রেস

English summary
Asoke Gehlot claimed congress have full mejority in assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X