For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গির অরণ্যে মৃত সিংহের সংখ্যা পৌঁছল ২১-এ, কারণ খুঁজে পেলেন বন আধিকারিকরা

সেপ্টেম্বরের শেষ অর্ধে গির অরণ্যে আরও ১০টি সিংহ মারা গিয়েছে। ফলে সবমিলিয়ে ২১টি সিংহের প্রাণ গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আগের মাসের সেপ্টেম্বরের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে গির অরণ্যের ডালখানিয়া ও জলসাধর রেঞ্জ এলাকায় ১১টি সিংহের মারা যাওয়া নিয়ে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেপ্টেম্বরের শেষ অর্ধে আরও ১০টি সিংহ মারা গিয়েছে। ফলে সবমিলিয়ে ২১টি সিংহের প্রাণ গিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মারা গিয়েছে ভাইরাসের আক্রমণে। তেমনই জানিয়েছেন বন আধিকারিকেরা।

গির অরণ্যে মৃত সিংহের সংখ্যা পৌঁছল ২১-এ, কারণ খুঁজে পেলেন বন আধিকারিকরা

২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকী সিংহগুলি মারা গিয়েছে। তবে কী ধরনের ভাইরাস সংক্রমণে সিংহগুলি মারা গিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। কয়েকটি সিংহের শরীরে প্রোটোজোয়া সংক্রমণ হয়ে গিয়েছিল। কিছু সিংহ যেমন চিকিতসা করার সময় মারা গিয়েছে। কিছু সিংহের দেহ জঙ্গল থেকে উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা।

সিংহের শরীরের রক্তের নমুনা নেওয়া হয়েছে। তা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে গিয়ে যাচাই করানো হবে।

গির অরণ্যে এমন সমস্যা হওয়ায় ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট. দিল্লি চিড়িয়াখানা ও উত্তরপ্রদেশের লায়ন সাফারি প্রকল্পের বিশেষজ্ঞদের নিয়ে গিয়ে গিরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। আর যাতে কোনও সিংহের মৃত্যু না হয় সেজন্য রাজ্য সরকার সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছে।

English summary
Asiatic lions dead toll in Gujarat's Gir forest climbs to 21, deadly virus attack suspected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X