For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের ভিতরের উত্তাপ ছড়াল বাইরেও, তীব্র বাদানুবাদে জড়ালেন প্রদীপ-অশ্বিনীরা

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেন।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে তীব্র বাদানুবাদ সংসদের ভিতর থেকে বাইরে চলে এল। এদিন সংসদের আসর বসতেই বিরোধীরা বিজেপিকে তীব্র আক্রমণ করেন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। স্পিকার সুমিত্রা মহাজনের কাছে আলোচনা ও জবাবদিহির দাবি জানান। বিজেপি নেতা অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের আক্রমণ করতেই আরও চরমে ওঠে গোলমাল। শেষ অবধি সারাদিনের জন্য সংসদের কাজ মুলতুবি হয়ে গিয়েছে।

সংসদের ভিতরের উত্তাপ ছড়াল বাইরেও, তীব্র বাদানুবাদে জড়ালেন প্রদীপ-অশ্বিনীরা

এরপরই কংগ্রেস ও বিজেপি সংসদরা সংসদ চত্বরের বাইরে বেরিয়ে আসেন ও তর্ক জুড়ে দেন। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেন।

[আরও পড়ুন:ব্রহ্মপুত্র উপত্যকাতেই বাদ গিয়েছে আনুমানিক ৩৬ লক্ষ মানুষের নাম, আর কোথায় কত ][আরও পড়ুন:ব্রহ্মপুত্র উপত্যকাতেই বাদ গিয়েছে আনুমানিক ৩৬ লক্ষ মানুষের নাম, আর কোথায় কত ]

প্রদীপবাবু স্পষ্ট জানান, অন্যায়ভাব, ভুল উপায়ে বিজেপি জোর করে অসমে এই আইন এনে এত লক্ষ মানুষকে ঘরছাড়া করেছে। এদিকে অশ্বিনী চৌবে পাল্টা জানান, অবৈধ উপায়ে বাংলাদেশি নাগরিকেরা এদেশে এসে বসবাস করছে। ভারতীয় না হলে এদেশে থাকা যাবে না।

[আরও পড়ুন:এক কলমের খোঁচায় রাষ্ট্রহীন ৪০ লক্ষ! পৃথিবীর বুকে এমন ঘটেনি, সংসদে গর্জে উঠলেন সুধাংশুশেখর][আরও পড়ুন:এক কলমের খোঁচায় রাষ্ট্রহীন ৪০ লক্ষ! পৃথিবীর বুকে এমন ঘটেনি, সংসদে গর্জে উঠলেন সুধাংশুশেখর]

English summary
Ashwini Choubey and Pradip Bhattacharya argue in Parliament over NRC Assam issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X