For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনকে কাছে টেনে নিলেও ক্ষমতা জাহিরে মগ্ন অশোক, বিক্ষুব্ধদের ছাড়াই আস্থা ভোটে জয়ের দাবি

সচিনকে কাছে টেনে নিলেও ক্ষমতা জাহিরে মগ্ন অশোক, বিক্ষুব্ধদের ছাড়াই আস্থা ভোটে জয়ের দাবি

Google Oneindia Bengali News

অবশেষে বরফ গলেছে। মান অভিমানের পালা মিটে একে অপরকে কাছে টেনে নিয়েছেন সচিন এবং অশোক। কিন্তু নিজের ক্ষমতা জাহিরের অভ্যাসটা ছাড়তে পারেননি অশোক গেহলট। সচিনের সঙ্গে হাত মিলিয়েও ক্ষমতা জাহির করে চলেছেন তিনি। অশোক গেহলট বলেেছন বিক্ষুব্ধদের ছাড়াই তাঁর শিবির আস্থা ভোটে জিতে দেখাবে।

সচিন-গেহলট বিবাদের অবসান

সচিন-গেহলট বিবাদের অবসান

অবশেষে মিটল অশোক গেহলট এবং সচিন পাইলটের দূরত্ব। বৃহস্পতিবার অশোক গেহলটের বাসভবনে মুখোমুখি বৈঠকে বসেছিলেন তাঁরা। সেখানে যাবতীয় ক্ষোভ উগরে দেন সচিন। অবশেষে বরফ গলেছে। সচিন পাইলটের সঙ্গে হাত মিলিয়ে বিরোধের অবসান ঘটিয়েছেন তিনি।

আস্থা ভোটে বিক্ষুদ্ধদের ছাড়াই জয়

আস্থা ভোটে বিক্ষুদ্ধদের ছাড়াই জয়

সচিনকে কাছে টেনে নিলেও নিজের ক্ষমতা জাহিরের দম্ভ ছাড়তে পারেননি তিনি। অশোক গেহলট দাবি করেছেন আস্থা ভোটে বিক্ষুব্ধদের ছাড়াই জিতবে কংগ্রেস। কিন্তু সেটা তিনি করবেন না। কারণ নিজের লোকেরা নিজেরই হয়। তাই সকলকে নিয়েই বিধানসভায় যাবেন

আস্থা ভোট দাবি বিজেপির

আস্থা ভোট দাবি বিজেপির

১৪ তারিখ বিধানসভা অভিবেশন বসতে চেলেছে রাজস্থানে। সেই অভিবেশনে অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান বিজেপির প্রধান। সেই মত পরিকল্পনা সাজানো হয়েছে। বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া জানিয়েছেন শুক্রবারই এই অনাস্থা প্রস্তাব তারা পেশ করবেন।

আস্থা ভোটে জয় নিশ্চিত

আস্থা ভোটে জয় নিশ্চিত

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজস্থানের রাজনৈতিক সংকট কেটে গিয়েছে। বিজেপি আর কোনওভাবেই সুবিধা করে উঠতে পারবে না। কিন্তু প্রহর যত কাটছে তত রাজনৈতিক সমীকরণ নতুন পথে এগোতে শুরু করে দিয়েছে।

একুশের আগে দুর্নীতিতে রাশ টানতে মরিয়া মমতা, BDO, SDO-দের কাজের রেগুলার রিপোর্ট যাবে সচিবালয়েএকুশের আগে দুর্নীতিতে রাশ টানতে মরিয়া মমতা, BDO, SDO-দের কাজের রেগুলার রিপোর্ট যাবে সচিবালয়ে

English summary
Ashoke Gehlot says they can will win confodence without rebelians help
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X