For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির হাতছানি রুখে বুড়ো হাড়ে ভেল্কি গেহলটের! পদ্ম-কাঁটা উপড়ে হাসিল সহজ জয়

বিজেপির হাতছানি রুখে বুড়ো হাড়ে ভেল্কি গেহলটের! পদ্ম-কাঁটা উপড়ে হাসিল সহজ জয়

Google Oneindia Bengali News

বিজেপির হাতছানি রুখে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন সেই অসোক গেহলটই। উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকে সঙ্গে নিয়ে তিনি বিজেপির করালগ্রাস থেকে রাজ্যসভার আসন বের করে আনলেন। বিজেপির ভাঙনের খেলায় মাতলেও সুবিধা করতে পারলেন না স্রেফ অশোক-শচীনের যুবলবন্দির জন্য। বিজেপিকে হারিয়ে জয় হল কংগ্রেসের।

পোড়খাওয়া অশোক গেহলটের চালে বিজেপি ধরাশায়ী

পোড়খাওয়া অশোক গেহলটের চালে বিজেপি ধরাশায়ী

রাজস্থান কংগ্রেসের প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর দলের পক্ষে দুই সদস্য সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং রাজ্যের সাধারণ সম্পাদক নীরজ ডঙ্গিকে সংসদে উচ্চসভায় নির্বাচিত হতে সাহায্য করলেন। পোড়খাওয়া অশোক গেহলটের চালে বিজেপি ধরাশায়ী হয়ে গেল ফের।

শচীন পাইলটের যোগ্য সঙ্গত করেন অশোকের সঙ্গে

শচীন পাইলটের যোগ্য সঙ্গত করেন অশোকের সঙ্গে

এ মাসের প্রথমেই কংগ্রেসের দুই বিধায়ক দল থেকে পদত্যাগ করার পরে কংগ্রেসের প্রবীণ নেতা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিধায়কদের টোপ দিয়েছিল বিজেপি, নির্বাচিত সরকারকে অস্থির করে তোলার চেষ্টা করেছিল, তা ফের স্থিতিশীল হয়ে ওঠে অশোক গেহলটের তৎপরতায়। শচীন পাইলটও যোগ্য সঙ্গত করেন অশোকের সঙ্গে।

সরকারকে বাঁচানোর পাশাপাশি রাজ্যসভাতেও জয় কংগ্রেসের

সরকারকে বাঁচানোর পাশাপাশি রাজ্যসভাতেও জয় কংগ্রেসের

গেহলট বিধায়কদের রাজধানী জয়পুরের একটি হোটেলে একত্রিত করে রেখেছিলেন। ফলে তাঁর দল রাজ্য বিধানসভায় শক্তি অনুসারে রাজ্যসভায় দু'জন মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে সফল হয়। বিজেপির খেলা শেষ হয়ে যায় সেখানেই। সরকারকে বাঁচানোর পাশাপাশি দুই রাজ্যসভার সাংসদও পেয়ে যায় কংগ্রেস।

বাঁচিয়েছেন দলকে, পাল্টা ভাঙলেনর খেলা খেলেননি অশোক

বাঁচিয়েছেন দলকে, পাল্টা ভাঙলেনর খেলা খেলেননি অশোক

শুক্রবার তিনি পাঁচটি বাসে চাপিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসেন বিধায়কদের। তারপর গণনা কেন্দ্রেও নিয়ে যান। বিজেপিও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিল এবং তাদের বিধায়কদের ক্রাউন প্লাজা হোটেলে স্থানান্তরিত করেছিল। তবে তেমন খেলা খেলেননি গেহলট বাহিনী।

কংগ্রেসের কাছে বিজেপি ধরাশায়ী যে অঙ্কে

কংগ্রেসের কাছে বিজেপি ধরাশায়ী যে অঙ্কে

টরাজস্থানে বেণুগোপাল ৬৪ ভোট পেয়ে ডাঙ্গি ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিজেপির রাজেন্দ্র গেহলট পেয়েছেন ৫৪টি ভোট। বিজেপির দ্বিতীয় প্রার্থী ওঙ্কার সিং লাখাওয়াত পেয়েছেন মাত্র ২০টি ভোট। মোট ২০০টি ভোটের মোট ১৯৮টি বৈধ ভোট গণনা করা হয়েছিল।

জ্যোতিরাদিত্য ফ্যাক্টরে মাত হল কংগ্রেস, রাজ্যসভা ভোটে মধ্যপ্রদেশে জয়ী বিজেপিজ্যোতিরাদিত্য ফ্যাক্টরে মাত হল কংগ্রেস, রাজ্যসভা ভোটে মধ্যপ্রদেশে জয়ী বিজেপি

English summary
Ashoke Gehlat saves Congress to win in Rajasthan Rajya Sabha Election. BJP is defeated to Ashoke Gehlat’s strategy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X