For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ-র বিরুদ্ধে মিছিল করেও শরণার্থীদের জমি! মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করুন, দাবি বিজেপির

পাকিস্তানি শরণার্থীদের পাশে রাজস্থানের কংগ্রেস সরকার। বাজারের থেকে অর্ধেক দামে গেহলট সরকার রাজ্য রাজধানীতে জমি বরাদ্দ করা হয়েছে শরণার্থীদের জন্য।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানি শরণার্থীদের পাশে রাজস্থানের কংগ্রেস সরকার। বাজারের থেকে অর্ধেক দামে গেহলট সরকার রাজ্য রাজধানীতে জমি বরাদ্দ করা হয়েছে শরণার্থীদের জন্য। আর তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কয়েক সপ্তাহ আগেই সিএএ-এর বিরুদ্ধে জয়পুরে শান্তি মিছিল করেছিল কংগ্রেস।

শরণার্থীদের জন্য জয়পুরে জমি

শরণার্থীদের জন্য জয়পুরে জমি

জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি সূত্রে জানা গিয়েছে, প্রায় শতাধিক পাকিস্তানি শরণার্থীর জন্য জমির কাগজ তুলে দেওয়া হয়েছে। জমি দেওয়া হয়েছে খুশহার এক্সটেনশন এলাকায়। মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক ঘোষণার অঙ্গ হিসেবেই এই জমি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, জানিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী শান্তি ধারিওয়াল। জোনাল ডেপুটি কমিশনার আবু সুফিয়ান জানিয়েছেন, ২০১৪ সাল থেকে পাকিস্তানের শরণার্থীদের জন্য জমি দেওয়ার কাজ বাকি পড়ে ছিল।

বাজারের থেকে অর্থেক দামে জমি

বাজারের থেকে অর্থেক দামে জমি

জমির জন্য কাগজ তুলে দিয়েছেন জয়পুর ডেভেলপমেন্ট কমিশনার টি রবিকান্ত। বাজারের থেকে ৫০ শতাংশ কম দামে রমেশ, জাভেরি লাল, বৈদান, হরপাল এবং হরিলালদের। জমি পাওয়ার পর খুশি পাকিস্তানের শরণার্থীরা। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

বিজেপির তরফে রাজস্থানের কংগ্রেস সরকারের পদক্ষেপকে দ্বিচারি বলে বর্ণনা করা হয়েছে। তারা বলছে, সিএএ-এর বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতা করছে রাজ্স্থানের কংগ্রেস সরকার। কিন্তু নিজেরাই পাকিস্তানের শরণার্থীদের সস্তা দরে জমি দিচ্ছে। এই ঘটনাকে গেহলট সরকারের ইউ টার্ন বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সতীশ পুনিয়া। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করুন, মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেসের ব্যাখ্যা

কংগ্রেসের ব্যাখ্যা

শাসক কংগ্রেসের তরফে বলা হয়েছে, পাকিস্তানি শরণার্থীদের আসল প্রয়োজনগুলিই তারা পূরণ করছেন। তবে সিএএ নিয়ে তাদের বিরোধিতা জারি থাকবে বলে জানিয়েছে কংগ্রেস।

English summary
Ashok Ghelot Govt in Rajasthan gives land to Pakistani migrants at half of Market price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X