For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভাপতি পদের দৌড় থেকে সরে এলেন গেহলট, দিগ্বিজয় সিং সভাপতি পদের দৌড়ে নামতেই কি সিদ্ধান্ত বদল

সভাপতি পদের দৌড় থেকে সরে এলেন গেহলট, দিগ্বিজয় সিং সভাপতি পদের দৌড়ে নামতেই কি সিদ্ধান্ত বদল

Google Oneindia Bengali News

দিগ্বিজয় সিং সভাপতি পদের দৌড়ে নামতেই সরে দাঁড়ালেন অশোক গেহলট। সভাপতি পদের দৌড়ে আর তিিন েনই বলেই জানিয়েছেন তিিন। দুপুরে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত জানিয়েছেন তিিন। রাজস্থানের বিক্ষোভ সামাল দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

সভাপতি পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন গেহলট

সভাপতি পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন গেহলট

কংগ্রেসের সভাপতি পদের দৌড় থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন অশোক েগহলট। সোনিয়া গান্ধীর সঙ্গে আজই জরুরি বৈঠকে বসেন তিিন। তার পরেই কংগ্রেসের সভাপতি পদে না লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে দিতে নারাজ তাঁর অনুগামীরা। এই নিয়ে রাজস্থান কংগ্রেসের অন্দরে বিক্ষোভ চরম আকার নিয়েছিল। সোনিয়া গান্ধী নিজে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী হওয়া হল না সচিন পাইলটের

মুখ্যমন্ত্রী হওয়া হল না সচিন পাইলটের

গান্ধী পরিবারের কেউ এবার সভাপতি পদের দৌড়ে সামিল হচ্ছেন না সেকারণে গান্ধী পরিবারের অনুগত কাউকে সভাপতি পদে চাইছিলেন সোনিয়া গান্ধী। আর অশোক গেহলট তার জন্য উপযুক্ত ছিলেন। কিন্তু সভাপতি পদে নির্বাচিত হলে তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হত। আর তার জায়গায় সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চাইছিল কংগ্রেস হাইকমান্ড। আর তাতেই প্রবল আপত্তি জানাতে শুরু করে গেহলট অনুগামীরা। বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত সভাপতি পদের দৌড়ে থেকে সরে দাঁড়াতে হয় অশোক গেহলটকে। কাজেই রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে আর বসা হল না সচিন পাইলটের।

সভাপতি পদের দৌড়ে দিগ্বিজয় সিং

সভাপতি পদের দৌড়ে দিগ্বিজয় সিং

কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে হঠাৎ করে এসে হাজির তিনি। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। নিজেই সভাপতি পদের দৌড়ে সামিল হওয়ার কথা ঘোষণা করেছেন। দিগ্বিজয় সিং জানিয়েছেন তিনি নিজের দায়িত্বে সভাপতি পদের দৌড়ে সামিল হয়েছেন। তাঁর সিদ্ধান্তের জন্য কেউ দায়ি নন। ৩০ সেপ্টেম্বর তিিন কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন।

সভাপতি পদের দৌড়ে শশী থারুর

সভাপতি পদের দৌড়ে শশী থারুর

সবার প্রথমে িনজের সভাপতি পদের দৌড়ে সামিল হওয়ার কথা ঘোষণা করেছিলেন তিরুঅনন্ত পূরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনিও আগামিকাল সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। এবার গান্ধী পরিবারের কেউ সভাপতি পদে নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। এই প্রথম গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী হচ্ছেন।

ববিতা সরকারের পর প্রিয়ঙ্কা সাউ! একমাসের মধ্যে বাড়ির কাছের স্কুলে SSC-কে চাকরির নির্দেশ হাইকোর্টের ববিতা সরকারের পর প্রিয়ঙ্কা সাউ! একমাসের মধ্যে বাড়ির কাছের স্কুলে SSC-কে চাকরির নির্দেশ হাইকোর্টের

English summary
Ashoke Gehlot will not contest in Congress Presidest election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X