For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী সরতেই গেহলট আমাকে সাইডলাইন! সচিন পাইলটের বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে কংগ্রেস

Google Oneindia Bengali News

'কংগ্রেস প্রধানের পদ থেকে রাহুল গান্ধী সরতেই অশোক গেহলট ও কেন্দ্রীয় নেতৃত্বে থাকা তাঁর বন্ধুরা আমাকে কোণঠাসা করতে শুরু করে। এর জেরে আমার পক্ষে আমার আত্মসম্মান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে।' আজ এভাবেই ফের অশোক গেহলটের বিরুদ্ধে তোপ দেগে নিজের অবস্থান স্পষ্ট করলেন সচিন পাইলট। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও সেটি করেননি পাইলট। তবে বিজেপিতে তিনি যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম

মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম

এদিন সচিন আরও বলেন, 'আমি শুধু চেয়েছিলাম মানুষের জন্য কাজ করতে। আমার নিজের প্রতিশঅরুতি পূরণ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে। আমি অশোক গেহলটের উপর রেগে নেই। আমি কোনও বিশেষ অধিকার বা ক্ষমতাও চাইছই না। কিন্তু এটা সত্যি যে আমাকে ও আমার অনুগামীদের সম্মান দেননি অশোক গেহলট। আমলাদারে বলা হল আমার কথা না শোনার জন্য। আমাকে ফআইল পাঠানো হত না কোনও।'

কেন্দ্রীয় নেতৃত্বের উপর ক্ষোভ

কেন্দ্রীয় নেতৃত্বের উপর ক্ষোভ

এরপর অশোক গেহলট কেন্দ্রীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'আমি আমার এই সমস্যার কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই। তবে তাঁরা এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। এদিকে মন্ত্রী বা বিধআয়কদের সঙ্গে আমার কোনও বৈঠকও অনুষ্ঠিত করতে দেওয়া হচ্ছিল না। তাহলে আমি আমার সমস্যা কোথায় তুলে ধরতাম?'

আমি কোনও দিনই বিজেপিতে যোগ দেব না

আমি কোনও দিনই বিজেপিতে যোগ দেব না

এদিকে তিনি আরও বলে, 'আমি কোনও দিনই বিজেপিতে যোগ দেব না। আমার নাম বিজেপির সঙ্গে যুক্ত করার পিছনে আমাকে বদনাম করার চাল রয়েছে। হাই কমান্ডের কাছে আমাকে বদনাম করার প্রচেষ্টা করা হচ্ছে।' দীর্ঘ নীরবতা ভেঙে এভাবেই নাম না করে অশোক গেহলটকে আক্রমণ করলেন সচিন পাইলট। এর সঙ্গে ফের জল্পনা শুরু হল, তবে কি পাইলট তাঁর নিজের দল গঠন করবেন? নাকি নিজের বাবা রাজেশের মতো দলে থেকেই বিদ্রোহ করে যাবেন!

সংকটে পড়েছে কংগ্রেস সরকার

সংকটে পড়েছে কংগ্রেস সরকার

সচিন পাইলটের বিদ্রোহে রাজস্থানে সংকটে পড়েছে কংগ্রেস সরকার৷ গতকাল তাঁকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়৷ গত শনিবার তিনি দিল্লি উড়ে যাওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, সচিন কি বিজেপি-তে যোগ দিচ্ছেন? সেই জল্পনা উড়িয়ে সচিন জানিয়ে দিলেন, তিনি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন না৷ ভবিষ্যতে কী করবেন তা এখনও ভাবেননি৷ তবে রাজস্থানের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান সচিন৷

পাইলটের দাবি

পাইলটের দাবি

জানা গিয়েছে সচিন পাইলটের দাবি ছিল যে রাজস্থানের নির্বাচন এক বছর এগিয়ে নিয়ে আসা হোক। অর্থাৎ, ২০২৩-এর জায়গায় ২০২২-এই পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান সচিন পাইলট। আগাম নির্বাচনের পাাপাশি সচিনের দাবি ছিল যে আগামী নির্বাচনে সচিনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক কংগ্রেসের তরফে। এবং সেই ঘোষণা করা হোক আগামী বছর, অর্থাৎ, ২০২১ সালেই। তবে হাইকমান্ড এসব দাবি মেনে নেয়নি।

<strong>কাশ্মীরে ফের নিশানায় বিজেপি! সোপোরে জঙ্গিদের হাতে অপহৃত পদ্ম শিবিরের নেতা, তদন্তে পুলিশ</strong>কাশ্মীরে ফের নিশানায় বিজেপি! সোপোরে জঙ্গিদের হাতে অপহৃত পদ্ম শিবিরের নেতা, তদন্তে পুলিশ

English summary
Ashok Gehlot sidelined me after Rahul Gandhi stepped down as Congress president said Sachin Pilot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X