ছিপ ফেলছে বিজেপি, 'সোনার কেল্লা'-র গোপন ডেরায় বিধায়কদের লুকিয়ে রাখছেন গেহলট
১৪ অগাস্ট বিধানসভা অধিবেশন। তার আগে কংগ্রেসে ভাঙন দেখাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। আগে থেকেই রাজপুতানা দখলে রাখতে গোপন ডেরা সাজিয়ে রেখেছিলেন অশোক গেহলট। বিধায়কদের বিজেপির নজর থেকে বাঁচাতে জয়সলমেঢ়ে পাঠানো হয়েছে। ৫০ জন কংগ্রেস বিধায়ককে চার্টার্ড বিমানে জয়সলমেঢ়ে পাঠালেন অশোক গেহলট।

জয়লসমেঢ়ের গোপন ডেরায় বিধায়করা
গেহলট সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাবে বিজেপি। সেটা আগে থেকেই আঁচ করতে পেরে বিধায়কদের সরাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনটি চার্টার্ড বিমানে করে ৫০ জন বিধায়ককে জয়সলমেঢ়ে পাঠিয়েছেন অশোক। তারমধ্যে রয়েছেন রাজস্থানের পরিবহণ মন্ত্রী প্রতাপ সিংও। জয়পুর থেকে ৫৫০ কিলোমিটার দূরে জয়সলমেঢ়ের হোটেল সূর্যগড়ে ক্যাম্প করেছেন গেহলট।

নজর রাখছে বিজেপি
কর্নাটক, মধ্যপ্রদেশের পরিণতি ঘটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। যদিও সচিন পাইলটকে এখনও শিবিরে ভেঁড়াতে পারেননি বিজেপি নেতারা। সচিন একাই লড়ে চলেছেন। তবে তাঁকে দলে টানার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এদিকে অশোকের শিবিরে থাকা কংগ্রেস বিধায়কদের ভাঙানোর চেষ্টা চলছে।

মোটা টাকার দর হাঁকছে বিজেপি
গতকালই মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেছিলেন ১৪ অগাস্ট বিধানসভা অধিবেশন ডাকার পরেই রাজস্থান কংগ্রেসের বিধায়কদের দর চর চর করে বেড়ে গিয়েছে। ১০-১৫ কোটি টাকায় আর হচ্ছে না এবার তার চেয়ে মোটা টাকা দর হাঁকছে বিজেপি।

আস্থা ভোটে জিততে মরিয়া গেহলট
সচিনের বিদ্রোহের পরেই বিধানসভা অধিবেশন ডাকার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজ্যপালের সঙ্গে এই নিয়ে বিবাদেও জড়িয়ে ছিলেন তিনি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত ফোন করে বসেন। তারপরেও তিন বার গেহলটের আবেদন ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। শেষ পর্যন্ত ১৪ অগাস্ট অধিবেশন ডাকা হয়। সেখানে আস্থাভোটে জেতাই এখন বড় পরীক্ষা গেহলটের।