For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের মাফলারের দাম ৮০,০০০ টাকা, বিজেপির টি-শার্ট কটাক্ষের পাল্টা জবাব গেহলটের

অমিত শাহের মাফলারের দাম ৮০,০০০ টাকা, বিজেপির টি-শার্ট কটাক্ষের পাল্টা জবাব গেহলটের

Google Oneindia Bengali News

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি টি-শার্টের দাম ৪১,০০০। বিজেপির খোঁচার জবাবে এবার মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলেট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাফলারের দাম ৮০,০০০ টাকা বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি গেহলট মন্তব্য করেন, বিজেপি নেতারা ২.৫ লক্ষ টাকা দামের সানগ্লাস পরেন।

কী বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

কী বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, 'কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় ব্যাক সাড়া পাওয়া গিয়েছে। তাতেই বিজেপি চিন্তিত হয়ে পড়েছেন। ভারত জোড়ো যাত্রা নিয়ে তাঁদের কী সমস্যা? তাঁরা রাহুল গান্ধীর টি-শার্টের কথা বলছেন, তার দাম নিয়ে কটাক্ষ করছেন, অথচ নিজেরাই ২.৫ লক্ষ টাকার সানগ্লাস, ৮০,০০০ টাকার মাফলার পরেন।' তিনি বলেন, রাহুল গান্ধীর টি-শার্ট নিয়ে বিজেপি রাজনীতি করছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, 'ভারত জোড়ো যাত্রায় জনগণের থেকে ব্যাপক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তাতেই মোদী ও অন্যান্য বিজেপি নেতারা বিরক্ত। তাইতো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যান্য নেতারা নিজেদের কাজ ছেড়ে রাহুল গান্ধীর টি-শার্ট নিয়ে রাজনীতি শুরু করেছেন।'

গেরুয়া শিবিরের কটাক্ষ

গেরুয়া শিবিরের কটাক্ষ

শুক্রবার গেরুয়া শিবিরের প্রবীণ এক নেতার টুইট ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। টুইটারে বিজেপির এক প্রবীণ নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেন। সাদা বারবেরি টি-শার্ট পরা রাহুল গান্ধীর ছবির সঙ্গে বিজেপি নেতা একই ধরনের বারবেরি টি-শার্টের অন্য একটি ছবি প্রকাশ করেন। সেখানে টি-শার্টটির দাম লেখা রয়েছে ৪১,০০০ টাকা। বর্তমানে রাহুল গান্ধী 'ভারত জোড়ো' কর্মসূচিতে রয়েছেন। সেই কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপি নেতা লেখেন 'ভারত দেখো'। যদিও সঙ্গে সঙ্গে কংগ্রেস এর জবাব দেয়।

টুইট যুদ্ধে পিছিয়ে নেই কংগ্রেস

টুইট যুদ্ধে পিছিয়ে নেই কংগ্রেস

কংগ্রেস কটাক্ষ করে লেখে, প্রধানমন্ত্রীর একটি স্যুটের দাম ১০ লক্ষ টাকা। এবার গেহলট আরও একধাপ এগিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মাফলার ও বিজেপি নেতাদের সানগ্লাসের দাম নিয়ে কটাক্ষ করেন। শুক্রবার বিজেপির টুইটের প্রায় সঙ্গে সঙ্গে কংগ্রেস টুইট করে কটাক্ষ করে, 'ভারত জোড়ো যাত্রার ভিড় দেখে আপনারা ভয় পেয়েছেন? বেকারত্ব, মুদ্রাস্ফীতি এধরনের ইস্যু নিয়ে কথা বলুন। যদি পোশাক নিয়ে আলোচনা করতেউ হয়, তাহলে মোদীর স্যুটের দাম ১০ লক্ষ টাকা। চশমার দাম ১.৫ লক্ষ টাকা। এগুলো ভুললে চলবে না।'

ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রা

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই কংগ্রেস এই 'ভারত জোড়ো কর্মসূচি গ্রহণ করেছে। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কর্মসূচির সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও যোগ নেই। দেশকে এক সূত্রে গাঁথতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ১৫০ দিনের এই কর্মসূচিতে ৩৫৭০ কিলোমিটার অতিক্রম করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই যাত্রায় রাহুল গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন কংগ্রেস নেতাদের ২২ থেকে ২৩ কিলোমিটার পথ হাঁটতে হবে বলে জানা গিয়েছে।

'দিল্লির শাসক দলই চায় না চাকরি হোক', রাজ্যে আরও শিল্প স্থাপনের বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার'দিল্লির শাসক দলই চায় না চাকরি হোক', রাজ্যে আরও শিল্প স্থাপনের বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

English summary
Ashok Gehlot said on BJP’s tshirt remark of Rahul Gandhi that Amit Shah’s muffler costs 80,000 rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X