স্লগ ওভারে পাইলটের হেলিকপ্টার শটে ব্যাকফুটে গেহলট অ্যান্ড কোং! কী বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী?
স্লগ ওভারে সচিন পাইলটের মারকাটারি ব্যাটিংয়ের জেরে ব্যাকফুটে অশোক গেহলট। তবে এখনও নিজের অবস্থানে অনড় থেকে লড়াই করার ইঙ্গিত দিয়ে রাখলেন অশোক গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী এখনও সরকার টলানোর জন্য বিজেপিকে দায়ী করছেন। পাশাপাশি ব্যাকফুটে ডিফেন্স করে গেহলটের বক্তব্য, দলের সব বিধায়ক জোটবদ্ধ রয়েছেন।

দলে শান্তি এবং ভাতৃত্ব বজায় রয়েছে
এদিন পরিষদীয় দলের বৈঠকের আগে অশোক গেহলট বলেন, 'দলের অভ্যন্তরে শান্তি এবং ভাতৃত্ব বজায় রয়েছে। একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দলের অভ্যন্তরে থাকা সকল অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি। বিজেপি বহু চেষ্টা করেও আমাদের কোনও বিধায়ককে ভাঙিয়ে নিয়ে পারেনি। শেষ পর্যন্ত সকল বিধায়ক আমাদের দলেই রয়েছে।'

দীর্ঘ নাটকের শেষ রাজস্থানে
এদিকে দীর্ঘ নাটকের পর শেষ পর্যন্ত রাজস্থানের রাজনৈতিক সংকট কাটতে চলেছে। সোমবার সচিন পাইলটের সঙ্গে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বৈঠকের পর ফের অল ইজ ওয়েল হতে চলেছে রাজস্থান কংগ্রেসের অভ্যন্তরে। ১৪ অগাস্ট থেকে শুরু হবে রাজস্থানের বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া মুখ্যমন্ত্রী গেহলট। ঠিক তার আগে দলের সংঘাত মেটাতে পাইলটকে নিয়ে বৈঠক করলেন রাহুল ও প্রিয়াঙ্কা। যা ফলপ্রসূ হবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পাইলটের
প্রসঙ্গত, মাস খানেক আগে সচিন ও তাঁর অনুগামী বিধায়করা মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জয়পুর ছেড়েছিলেন। যে পদক্ষেপের জেরে সচিনকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস হাইকমান্ড। তাঁর সঙ্গে থাকা বিধায়কদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় শোনা যায় সচিন না কি বিজেপিতে যোগ দেবেন। তবে সচিন নিজে প্রথম থেকে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসেন।

রাজনীতিতে ব্যক্তিগত আক্রোশের কোনও জায়গা থাকা উচিত নয়
এদিন দিল্লিতে বৈঠকের পর সচিন বলেন, 'বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে। আমাকেও শুনতে হয়েছে। বেশ কিছু কথায় আমি অবাক হয়েছি। আমাদের মানবিক দৃষ্টিভ্ঙ্গিতে বিষয়গুলিকে দেখা উচিত। রাজনীতিতে ব্যক্তিগত আক্রোশের কোনও জায়গা থাকা উচিত নয়। কঠিন পরিশ্রমের পর আমরা রাজস্থানে সরকার গঠন করতে পেরেছি।'

কংগ্রেস হাইকমান্ডকে ধন্যবাদ জ্ঞাপন পাইলটের
সনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়ে পাইলট বলেন, 'সরকার সংক্রান্ত যে বিষয়গুলি বলতে চেয়েছি তাকে গুরুত্ব দিয়ে দেখছেন সনিয়াজি। তিন সদস্যের কমিটি গঠনের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি ১৮-২০ বছর ধরে দলের হয়ে কাজ করছি। যারা সরকার গঠনে মুখ্য ভূমিকা নিয়েছেন তাঁদের গুরুত্ব দিয়েছি। প্রথম থেকেই বলে আসছি, গোটা বিষয়টাই আসলে নীতিগত। দলের কাছে এই বিষয়গুলি তুলে ধরা উচিত ছিল বলে আমার মনে হয়েছিল। আর তা দলের স্বার্থেই।'

পাইলটের দলে ফেরার বিষয়টিকে হজম করতে হবে গেহলটকে
এর আগে বিবাদের মধ্যেই সচিন পাইলটের নেতৃত্বাধীন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলে স্বাগত জানানোর কথা বলেছিলেন অশোক গেহলট। তিনি বলেছিলেন, যদি কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের ক্ষমা করে দেন, তাহলে তাঁদের তিনি স্বাগত জানাবেন। তবে প্রথম থেকেই পাইলটকে বিজেপি সূত্রে গেঁথে তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই বিদ্বেষ তৈরির কাজ সম্পন্ন করেছেন গেহলট। এবার সেই কথা মতোই পাইলটের দলে ফেরার বিষয়টিকে হজম করতে হবে গেহলটকে।

বরফে ঢাকা লাদাখে বাড়ছে উত্তাপের আশঙ্কা, আগেভাগে সংসদকে সতর্ক করে দিল সেনা