For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলই মোদীকে চ্যালেঞ্জ করতে পারেন, খাড়গের দায়িত্ব নেওয়ার দিনে বিতর্ক বাড়ালেন গেহলট

একমাত্র রাহুল গান্ধীই পারেন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে। মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিনেই বিতর্ক বাড়ালেন অশোক গেহলট।

  • |
Google Oneindia Bengali News

একমাত্র রাহুল গান্ধীই পারেন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে। মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিনেই বিতর্ক বাড়ালেন অশোক গেহলট। তাঁর এই মন্তব্যে তিনি বোঝাতে চাইলেন মল্লিকার্জুন খাড়গে সভাপতি হতে পারেন, মোদীর বিরুদ্ধে মুখ হয়ে দাঁড়াতে হবে রাহুল গান্ধীকেই। কারণ তিনিই হলেন একমাত্র চ্যালেঞ্জার।

রাহুল গান্ধীই একমাত্র চ্যালেঞ্জার

রাহুল গান্ধীই একমাত্র চ্যালেঞ্জার

এদিনই মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর থেকে। সোনিয়া গান্ধীর হাত থেকে দায়িত্ব নিতে না নিতেই মল্লিকার্জুনকে টিপ্পনি কেটে দিলেন অশোক গেহলট। অশোক গেহলটের সাফ কথা, রাহুল গান্ধীই একমাত্র চ্যালেঞ্জ করতে পারেন নরেন্দ্র মোদীকে।

একজন অ-গান্ধী সভাপতি দরকার

একজন অ-গান্ধী সভাপতি দরকার

রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করার চেষ্টা করা হয়েছিল। অশোক গেহলট বারবার তাঁর কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কর্ণপাত করেননি রাহুল গান্ধী। তিনি যে দায়িত্ব ছেড়েছেন, সেই দায়িত্ব পুনর্বার নিতে অস্বীকার করেন। এবং তিনি সওয়াল করেন কংগ্রেসের জন্য একজন অ-গান্ধী সভাপতি দরকার। সেইমতো এবারের নির্বাচনে লড়াই করেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। মল্লিকার্জুন খাড়কে সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য, এই লড়াইয়ে ছিলেন অশোক গেহলটও কিন্তু তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রিত্বতেই অগ্রাধিকার দেন।

মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন, বিতর্কও

মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন, বিতর্কও

বিতর্ক উসকে দেওয়ার পর গেহলটও অবশ্য এদিন বলেন, রাহুল গান্ধীর ইচ্ছা ছিল কংগ্রেকাসের অ-গান্ধী সভাপতি হওয়া উচিত বলে সওয়াল করেছিলেন। একবার অ-গান্ধী সভাপতি হওয়া দরকারও ছিল। অশোক গেহলট এদিন বিতর্কিত মন্তব্য করলেও মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানিয়েছেন। দলকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নতুন অধ্যায়ের সূচনা, বলেন গেহলট

নতুন অধ্যায়ের সূচনা, বলেন গেহলট

গেহলট বলেন, আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হল। আমরা মল্লিকার্জুন খাড়গেজিকে অভিনন্দন জানাই। আমরা দলকে শক্তিশালী করার জন্য কাজ করব। এদিন মল্লিকার্জুন খাড়গেকে নয়াদিল্লির একটি অনুষ্ঠানে শংসাপত্র ও ব্যাটন তুলে দেওয়া হয়। সরকারিভাবে কংগ্রেস সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন মল্লিকার্জুন খাড়গে।

২৪ বছর পর কোনও অ-গান্ধী সভাপতি

২৪ বছর পর কোনও অ-গান্ধী সভাপতি

২৪ বছর পর কোনও অ-গান্ধী কংগ্রেসের সভাপতি হলেন। তার আগে সীতারাম ইয়েচুরি ছিলেন কংগ্রেসের সভাপতি। ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত কংগ্রেস সভাপতির ব্যাটন ছিল সোনিয়া গান্ধীর হাতে। তারপর ২০১৯ পর্যন্ত রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরাজয়ের দায়ভার নিয়ে সভাপতিত্ব ছেড়েছিলেন রাহুল, সেই থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি ছিলেন সোনিয়াই। এবার হাত বদল হয়ে খাড়গে নিলেন দায়িত্ব।

খাড়গে দায়িত্বে, রাহুলের হয়ে ব্যাটন অশোকের

খাড়গে দায়িত্বে, রাহুলের হয়ে ব্যাটন অশোকের

খাড়গে নতুন দায়িত্ব নেওয়ার পরই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। সামনেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন, তারপরেই মোদী-রাজ্য গুজরাতে নির্বাচন। আগামী বছর অর্থাৎ ২০২৩-এ অন্তত সাতটি রাজ্যের নির্বাচন। তারপর ২০২৪-এ মহাসংগ্রাম। তাই এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছেন খাড়গে, কংগ্রেসের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, মাত্র দুটি রাজ্য রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে তারা। সম্প্রতি অনেক রাজ্য থেকে কংগ্রেস সরে গিয়েছে ক্ষমতায়। তাই কংগ্রেসকে ফের জয়ের সরণিতে ফেরানোর গুরু দায়িত্ব খাড়গের কাঁধে। আর এই অবস্থায় অশোক গেহলট জানিয়ে দিয়েছেন খাড়গে নন, রাহুলই একমাত্র মোদীর চ্যালেঞ্জার হতে পারেন।

English summary
Ashok Gehlot has arose controversy after Mallikarjun Kharge taking charge of Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X