For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন পাইলট গদ্দার, মুখ্যমন্ত্রী পদের জন্য ১০ কোটি টাকা দিয়েছিলেন, বিস্ফোরক দাবি গেহলটের

সচিন পাইলট গদ্দার, মুখ্যমন্ত্রী পদের জন্য ১০ কোটি টাকা দিয়েছিলেন, বিস্ফোরক দাবি গেহলটের

Google Oneindia Bengali News

সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের বিবাদ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। একটি সাক্ষাৎকারে সচিন পাইলটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি দাবি করেছেন সচিন পাইলট আসলে পার্টির সঙ্গে গদ্দারি করেছেন। তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ পাওয়ার জন্য ১০ কোটি টাকা বিলি করেছিলেন। অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের এই বিরোধ নতুন করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে।

সচিন পাইলট গদ্দার

সচিন পাইলট গদ্দার

রাজস্থানে কংগ্রেসের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। এবার প্রকাশ্যে সচিন পাইলটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবার প্রকাশ্যেই সচিন পাইলটকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অশোক গেহলট সচিন পাইলটকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, 'গদ্দাররা কৎখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না। কংগ্রেস হাইকমান্ড কিছুতেই সচিন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসাবেন না। কারণ ১০ জন বিধায়কও যখন তাঁর সঙ্গে ছিল না তখন তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি।'

পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি

পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি

সম্প্রতি রাজস্থানে গুজ্জর নেতা বিজয় সিং বৈনসলা বলেছিলেন সনিন পাইলটকে যতদিন না সচিন পাইলকে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে সচিন পাইলটকে মনোনিত না করা হবে ততদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বিরোধিতা করবেন। সম্প্রতি রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন। তেলেঙ্গানা থেকে রাজস্থানের দিকে এগোচ্ছেন তিনি। তার মধ্যেই রাজস্থানে কংগ্রেসের অন্দরে এই বিদ্রোহ নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। গুজ্জর নেতার সেই দাবির পরেই সচিন পাইলটকে নিয়ে মুখ খোলেন অশোক গেহলট।

পয়েন্ট কমেছে অশোক গেহলটের

পয়েন্ট কমেছে অশোক গেহলটের

সম্প্রতি কংগ্রেস হাইকমান্ডের কাছে অশোক গেহলটের পয়েন্ট কমেছে। সভাপতি পদে প্রথমে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু তিনি দলের সভাপতি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সচিন পাইলটের নাম উঠতে শুরু করে। ঠিক তখনই রাজস্থানে অশোক গেহলটের অনুগামীরা বিদ্রোহ ঘোষণা করেন। সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করা হলে তাঁরা রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছিলেন। অশোক গেহলট একপ্রকার নিরব দর্শকের মতই সবটা দেখছিল। এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সোনিয়া গান্ধী।

সংকট বাড়ছে রাজস্থানে

সংকট বাড়ছে রাজস্থানে

২০২৪-এ রাজস্থানে বিধানসভা ভোট। তার আগে কংগ্রেসের অন্দরে এই বিদ্রোহ চাপ বাড়িয়েছে হাইকমান্ডের। সচিন বনাম অশোক দ্বন্দ্বে প্রবল চাপে রয়েছে কংগ্রেস শিবির। রাজস্থান কংগ্রেস কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে সচিন পাইলট আরেক দিকে অশোক গেহলট। এই দুই নেতার দ্বন্দ্বে রাজস্থানের কংগ্রেসের ভোট ব্যাঙ্ক ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নওদাকাণ্ডে ব্লক সভাপতি সহ ১০ নেতার নামে FIR, সুর বদলে মুখ্যমন্ত্রীর কাছে CID তদন্ত দাবি নিহত নেতার স্ত্রীরনওদাকাণ্ডে ব্লক সভাপতি সহ ১০ নেতার নামে FIR, সুর বদলে মুখ্যমন্ত্রীর কাছে CID তদন্ত দাবি নিহত নেতার স্ত্রীর

English summary
Ashok Gehlot attacked Sachin Pilot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X