For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজভবন ঘেরাও করুক জনতা', বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে টালবাহানার অভিযোগ গেহলটের

'রাজভবন ঘেরাও করুক জনতা', বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে টালবাহানার অভিযোগ গেহলটের

Google Oneindia Bengali News

সচিন পাইলটের সঙ্গে এঁটে উঠতে না পেরে এবার রাজ্যপাল কলরাজ মিশ্রকে ভিলেন প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি সরাসরি অভিযোগ করেছেন কেন্দ্রের অঙ্গুলি হেলনেই কাজ করছেন রাজ্যপাল। সেকারণেই বিধানসভা অধিবেশন ডাকছেন না। এর জন্য রাজস্থানের জনতাকে রাজভবন ঘেরাও করার কথা বলেছে গেহলট।

রাজভবন ঘেরাও করুক জনতা

রাজভবন ঘেরাও করুক জনতা

সচিন পাইলটকে ছেড়ে এবার রাজ্যপাল কলরাজ মিশ্রর পিছনে পড়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি সরাসরি অভিযোগ করেছেন কেন্দ্রের মদতে কাজ করছেন। সেকারণে বিধানসভা অধিবেশন ডাকছেন না রাজ্যপাল। রীতি মত হুমকি দিয়ে গেহলট বলেছেন কাল যদি জনতা রাজভবন ঘেরাও করে তাহলে দায়ী থাকবে না রাজ্য সরকার।

সংখ্যা গরিষ্ঠতা দাবি গেহলটের

সংখ্যা গরিষ্ঠতা দাবি গেহলটের

গতকাল রাতেই অশোক গেহলট দাবি করেছেন পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা রয়েছে রাজ্য সরকারের। অধিবেশন খুব শীঘ্রই ডাকা হবে। তারপরেই তিনি রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে বৈঠক করেন। রাতে প্রায় ২০ মিনিট রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

অধিবেশন না ডাকলে কী হবে

অধিবেশন না ডাকলে কী হবে

রাজ্যপাল যদি অধিবেশন না ডাকেন তাহলে রাজভবনে গিয়ে হাজির হবেন বিধায়করা। এবং সেখানেই রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে হবে তিনি করতে চান। পরবর্তী পদক্ষেপ কী হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

বিজেপির পাল্টা অভিযোগ

বিজেপির পাল্টা অভিযোগ

মেজাজ হারাচ্ছেন অশোক গেহলট। দুর্বল হয়ে পড়ছেন আঁচ করেই এই ধরনের কথা বলছেন বলে পাল্টা আক্রমণ করেছেন রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া। গেহলটের এই সময় সংযত আচরণ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

রাম মন্দিরের ভূমিপূজার আগেই বাবরি অস্বস্তি, সিবিআই আদালতের বয়ানে কী বললেন আডবাণী?রাম মন্দিরের ভূমিপূজার আগেই বাবরি অস্বস্তি, সিবিআই আদালতের বয়ানে কী বললেন আডবাণী?

English summary
Ashok Gehlot accused Governor Kalraj Mishra for not calling assembly session Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X