For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখিমপুর খেরি মামলায় সুপ্রিম কোর্টে জামিন খারিজ! জেলে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে শেষ পর্যন্ত জেলেই ফিরতে হল উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির (Lakhimpur Kheri) হিংসার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) । রবিবার

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে শেষ পর্যন্ত জেলেই ফিরতে হল উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির (Lakhimpur Kheri) হিংসার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) । রবিবার বিকেলে তিনি লখিমপুর খেরির জেলে গিয়ে আত্মসমর্পণ (Surrender) করেন। ১৮ এপ্রিল সুপ্রিম কোর্ট তাঁর জামিন বাতিল করে একসপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিল।

নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট

নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট

লখিমপুর খেরির হিংসার ঘটনায় এলাহাবাদ হাইকোর্টের তরফে আশিস মিশ্রকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। তারই বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়, তড়িঘড়ি সিদ্ধাম্ত নিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। ১৮ এপ্রিল সুপ্রিম কোর্টের তরফে আশিস মিশ্রের জামিন বাতিল করে দেওয়া হয়। পাশাপাশি তাকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।
সর্বোচ্চ আদালত শুনানিতে বলে, লখিমপুর ঘটনার শিকার যাঁরা তাঁরা এখনও ন্যায্য এবং কার্যকর শুনানি পাননি।
দেশের প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বে ডিভিশন বেঞ্চ হাইকোর্টকে ভুক্তভোগীর পরিবারগুলির আবেদনের শুনানির পরে আশিস মিশ্রের জামিন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে বলে। কেননা ভুক্তভোগীরা জামিনের আবেদনের বিরোধিতা করার পর্যাপ্ত সুযোগ পাননি বলে অভিযোগ উঠেছিল। প্রধান বিচারপতির বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলি।

জেলে ফিরলেন আশিস মিশ্র

এদিন বিকেলে লখিমপুর জেলার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র। জেল সুপার এব্যাপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশিস মিশ্র কারাগারে ফিরেছেন। তবে এদিন আদালত চত্বরে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি আশিস মিশ্রের জামিনের পরে, তিন ভুক্তভোগী পরিবারের সদস্যরা শীর্ষ আদালতে জামিন বাতিলের জন্য আবেদন করেছিলেন। যাঁরা এই আবেদন করেছিলেন, তাঁরা হলেন জগজিৎ সিং, পবন কাশ্যপ এবং সুখবিন্দর সিং।

গত অক্টোবরে লখিমপুরে হিংসার ঘটনা

গত অক্টোবরে লখিমপুরে হিংসার ঘটনা

২০২১-এর ৩ অক্টোবর লখিমপুরে হিংসায় ৮ জনের মৃত্যু হয়। অভিযোগ আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় চার কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয়। পরবর্তী সময়ের হিংসায় দুই রাজনৈতিক কর্মী এবং এক গাড়ির চালকের মৃত্যু হয়।

লখিমপুর খেরি নিয়ে সুপ্রিম কোর্ট

লখিমপুর খেরি নিয়ে সুপ্রিম কোর্ট

গত ১॥৭ নভেম্বর শীর্ষ আদালত লখিমপুর খেরি নিয়ে তদন্তের জন্য নতুন করে বিশেষ তদন্তকারী দল গঠন করে। এবং তদন্তকারী হিসেবে তিন আইপিএসকে অন্তর্ভুক্তও করা হয়। পাশাপাশি তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈনকেও দায়িত্ব দেয় সর্বোচ্চ আদালত। এর আগে যেভাবে মামলার তদন্ত পরিচালনা করা হচ্ছিল, তা নিয়ে রাজ্য সরকারকে ভর্ৎসনা করে সর্বোচ্চ আদালত। তারপরেই ৯ অক্টোবর আশিস মিশ্রকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ।

প্রধানমন্ত্রী মোদীর সফরকে বানচাল করতেই আত্মঘাতী হামলা! জম্মু ও কাশ্মীরের সুঞ্জওয়ানের ঘটনায় আটক ২ স্থানীয়প্রধানমন্ত্রী মোদীর সফরকে বানচাল করতেই আত্মঘাতী হামলা! জম্মু ও কাশ্মীরের সুঞ্জওয়ানের ঘটনায় আটক ২ স্থানীয়

English summary
Ashish Mishra surrenders at the district jail after Supreme Court cancells his bail in Lakhimpur Kheri case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X