For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় পা রাখলেন মোদী, ভিডিও বার্তায় কী আবেদন ঐশীর

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতা বিমানবন্দরের দেড়শো বছর পূর্তি সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি বেলুড় মঠেও স্বামী বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলায় বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান ঐশীর


এদিকে নয়া নাগরিকত্ব আইনের দাবানলে পুড়ছে গোটা কলকাতা। সঙ্গে উপরি পাওনা হিসাবে যোগ হয়েছে সম্প্রতি জেএনইউতে ঘটে যাওয়া নক্কারজনক হমালার ঘটনা। দুইয়ে মিলিয়ে শনি ও রবিবার কালো কাপড়ে মুখ ডাকতে চলেছে তিলোত্তমা। নন্দন চত্বর থেকে গোলপার্ক, কৈখালী মোড় থেকে যাদবপুর সর্বত্রই উঠছে 'মোদী গো ব্যাক’ স্লোগান।

এবার এরই মাঝে মোদীর বাংলা সফরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল জেনএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষকে। গত রবিবার বেশ হস্টেল ফি কমানোর বিষয়ে আন্দোলন চলার সনয় বেশ কিছু বহিরাগত ছাত্র ও এভিবিপির গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়ে মাথা ফাটে ঐশীর। এই ঘটনার পরই গর্জে ওঠে গোটা দেশ। আদতে বাংলার দুর্গাপুরের বাসিন্দা ঐশী একটি ভিডিও বার্তার মাধ্যমে বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে আহ্বান জানান। সেই ভিডিও টুইটারে পোস্ট করতেও দেখা যায় বরিষ্ঠ সিপিআইএম নেতা মহম্মদ সেলিমকেও।

ওই ভিডিও বার্তায় ঐশী বলেন, “ আজ বাংলায় মোদী আসছেন। মোদীর এই বিভাজনের রাজনীতিকে কোনও ভাবে প্রশ্রয় না দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অনুরোধ করছি। আমরা দেখেছি গোটা দেশে বিজেপি কি ভাবে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করেছে। এমনকি আমার শহর দুর্গাপুর আসানসোলেও আমরা দেখছি বিজেপি কী ভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করেছে।”

English summary
Aishe urges by a video message not engage in BJP division policy in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X