For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশারাম বাপুর পুত্রবধু এবার নিজের স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন

Google Oneindia Bengali News

ইন্দোর, ২০ সেপ্টেম্বর : ফের একবাদ সংবাদে উঠে এলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু ও তার ছেলে নারায়ণ সাই। বাবা-ছেলে জুটির বিরুদ্ধে এবার মানসিক অত্যাচারের অভিযোগ আনলেন আশারাম বাপুর পুত্রবধূ তথা নারায়ণ সাঁইয়ের স্ত্রী।

<strong>(ছবি) ভারতের সেরা ৯ 'ভণ্ড তপস্বী' ও তাঁদের মহান কীর্তি!</strong>(ছবি) ভারতের সেরা ৯ 'ভণ্ড তপস্বী' ও তাঁদের মহান কীর্তি!

আপাতত কয়েকটি ধর্ষণ কাণ্ডের অভিযোগে হাজতে রয়েছেন আশারাম বাপু ও নারায়ণ সাঁই। ৩৮ বছরের জানকি ও নারায়ণ সাঁইয়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই। কিন্তু জানকির অভিযোগ, গার্হস্থ্য হিংসার যে মামলা তিনি তার শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে করেছেন তা তুলে নেওয়ার জন্য তার কাছে ঘন ঘন হুমকি ফোন আসছে। আর সেই কারণেই পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

আশারাম বাপুর পুত্রবধু এবার নিজের স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন স্ত্রী

জানকীর আইনজীবী জানিয়েছেন, অতীতে স্থানীয় বিভিন্ন থানায় নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে জানকী অভিযোগ দায়ের করেছিলেন। যদিও হুমকি ফোনগুলি কে করছে এই বিষয়ে কিছু জানাননি জানকী।

খাজরানা থানায় জানকী অভিযোগ জানিয়েছেন, ১৯৯৭ সালের ২২ মে তিনি নারায়ণ সাঁইকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরে নারায়ণ সাঁইয়ের অন্যান্য মহিলাদের সঙ্গে সম্পর্কই জানকীর মানসিক অত্যাচারের কারণ ছিল।

<strong>দু'মাস লুকোচুরির পর অবশেষে গ্রেফতার হলেন নারায়ণ সাঁই</strong>দু'মাস লুকোচুরির পর অবশেষে গ্রেফতার হলেন নারায়ণ সাঁই

জানকী বলেন, "স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানানর পর তাতে বাধা দিতে গেলে নারায়ণ আমায় মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিত। আমার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করার হুমকিও দিত। পরে রাজস্থানে এক অনুগামীকে তিনি বিয়ে করেন। সেই সম্পর্ক থেকে তাদের একটি সন্তানও ছিল।"

এর পাশাপাশি আশারাম বাপুর বিরুদ্ধেও অভিযোগ আনেন জানকী। তিনি জানান, তাঁর প্রয়াত পিতা দেবরাজ কৃষ্ণানীকে ভোপালের আশ্রমে বহুমূল্য সম্পত্তি অনুদান হিসাবে দেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকেন আশারাম বাপু।

English summary
Asaram's Daughter-In-Law Alleges Torture by Self-Styled Godman, Husband
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X