For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে দাঁড়িয়েই ছিঁড়ে ফেললেন নাগরিকত্ব সংশোধনী বিলের কপি! গান্ধী-শরণে আসাদউদ্দিন ওয়েইসি

নাগরিকত্ব সংশোধনী বিল বিতর্কে নাটকীয় পদক্ষেপ নিলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এর অনুলিপি ছিঁড়ে ফেললেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল বিতর্কে নাটকীয় পদক্ষেপ নিলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। সোমবার রাতে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এর অনুলিপি ছিঁড়ে ফেললেন তিনি। ওয়েইসি এই বিল বিতর্কে মোদী সরকারকে আক্রমণ করে বলেন, মুসলমানদের রাষ্ট্রহীন করার লক্ষ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসি করার পরিকল্পনা কেন্দ্রের।

বিলের বিরোধিতা করে আসাদউদ্দিন ওয়েইসি

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আসাদউদ্দিন ওয়েইসি আরও বলেন, এই বিলটি ভারতের মুক্তিযোদ্ধাদের অপমান। এই আইন হিটলারের আইনের চেয়েও খারাপ। এরপর মহাত্মা গান্ধীর কথা তুলে ধরলেন ওয়েইসি। তাঁর কাজকে অনুসরণ করে ওয়েইসি নিলেন চরম পদক্ষেপ।

বিলের অনুলিপি ছিঁড়ছেন ওয়েইসি. ভিডিও

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্বের কার্ড ছিঁড়ে ফেলার পরে মহাত্মা উপাধি পেয়েছিলেন গান্ধীজি। তাঁকে অনুসরণ করেই হায়দরাবাদের সাংসদ প্রতিবাদী হলেন বিলের অনুলিপি ছিঁড়ে ফেলে। ট্রেজারি বেঞ্চ তাঁর কাজকে সংসদ অবমাননা বলে ব্যাখ্যা করেছে।

ভারতের মুক্তিযোদ্ধাদের অপমান

তিনি বিজেপির এই অবস্থানকে ভারতের মুক্তিযোদ্ধাদের অপমান বলে মন্তব্য করেছেন। তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, দেশের মুসলমানদের প্রান্তিককরণের জন্য এই বিল আনা হচ্ছে। বিলটি ভারতীয় সংবিধানের পরিপন্থী। এটি মুসলমানদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র।

কেন বিলটি তিনটি দেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ

তিনিও প্রশ্ন তোলেন কেন বিলটি তিনটি দেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ। কেন চিন বা অন্য কোনও দেশ থেকে আসা শরণার্থীদের জন্য এই বিল নয়। এর আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন এই সংশোধনী বিলটি তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কেন শ্রীলঙ্কা, মায়ানমারের কথা থাকছে না এই বিলে।

অভিষেকও একই প্রশ্ন উত্থাপন করেন

তিনি বলেছিলেন, শ্রীলঙ্কা, মায়ানমারও তো ব্রিটিশ ভারতের অংশ ছিল। কেন তাদের কথা বিবেচনা করা হবে না? তার কারণ কেবল রাজনৈতিক প্রয়োজনেই এই নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হচ্ছে। তারপর এনআরসিও রাজনৈতিক কারণেই করা হবে।

English summary
AIMIM leader Asaduddin Owaisi tore a copy of the Citizenship (Amendment) Bill, 2019 in the Lok Sabha during a debate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X