'আপনাদের প্রজন্ম শেষ হয়ে যাবে ,তবু হায়দরাবাদের নাম পাল্টাবে না' ,আসাদউদ্দিনের পাল্টা তোপ যোগীকে
হায়দরাবাদ পুরভোট নিয়ে কার্যত ধুন্ধুমার সংঘাত শুরু হয়েছে বিজেপি বনাম ওয়েইসির মিমের। দুই সংগঠন এই নির্বাচনকে পাখির চোখ করে একে অপরের বিরুদ্ধে প্রবল তোপ দাগতে শুরু করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হায়দরাবাদ ভোটের প্রচারে গিয়ে শহরের নাম পাল্টানোর বার্তা দেন। তারপরই ফুঁসে ওঠেন ওয়েইসি।

ওয়েইসির পাল্টা বার্তা যোগী আদিত্যনাথকে
যোগী আদিত্যনাথ হায়দরাবাদের নাম পাল্টে তার নাম ভাগ্যনগর রাখার বার্তা দিয়েছেন খোদ নিজামের শহরে ভোট প্রচার মঞ্চ থেকে। তারপরই পাল্টা জবাবে ওয়েইসি বলেন, ' হায়দরাবাদের নাম যাঁরা বদলাতে চাইছেন তাঁদের বলি, প্রজন্ম শেষ হয়ে যাবে, তাতেতও নাম বদলাবে না। '

' নাম পাল্টে দেব'
ওয়েইসি একধাপ এগিয়ে যোগীর পাল্টা বার্তায় বলেন, 'আমরা আলির নাম নিই, আমরা তোমার নাম পাল্টে দেব।' প্রসঙ্গত, হায়দরাবাদের সিটির ভোট আঙিনা ক্রমাগত তপ্ত হতে শুরু করেছে এই পুরভোটকে ঘিরে। যেখানে বিজেপি কার্যত একাই লড়াই দিতে শুরু করেছে মিমকে।

হায়দরাবাদের নাম পরিবর্তন ইস্যু ও ওয়েইসি
এদিন আসাদউদ্দিন ওয়েইসি একটি জনসভায় বার্তা রাখতে গিয়ে বলেন, ' আমি বলছি ভোটারদের, সেই মানুষদের যাঁরা হায়দরাবাদের নাম পরিবর্তন করতে চান তাঁদের ভোটে জবাব দিতে হবে।' এক্ষেত্রে তিনি সাফ ভাষায় বিজেপিকে টার্গেট করেন।

যোগীর বক্তব্য ও ওয়েইসি
বিজেপির একের পর এক তাবড় নেতাদের হায়দরাবাদ পুরভোটে প্রচারে আসতে দেখে ওয়েই কটাক্ষের সুরে বলেন, যেন মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন তলছে এখানে। এদিকে, এর আগে হায়দরাবাদ পুর নির্বাচনের প্রচারে এসে যোগী বলেন ফৈজাবাদ যদি অযোধ্যা হয়, এলাহাবাদ যদি প্রয়াগরাজ হয়, তাহলে হায়দরাবাদ কেন ভাগ্যনগর নয়? এরপরই জবাব দেন ওয়েইসি।
হায়দরাবাদের নাম পাল্টে 'ভাগ্যনগর' রাখার বার্তা! ফের খবরে যোগী আদিত্যনাথ