For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শ্রীরাম,বন্দেমাতরম না বললেই মার, আতঙ্কে রয়েছে দেশের মুসলিমরা, দাবি ওয়াইসির

জয় শ্রীরাম, আর বন্দেমাতরম স্লোগান নিয়ে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছেন মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলিমেনের নেতা আসা উদ্দিন ওয়াইসি।

Google Oneindia Bengali News

জয় শ্রীরাম, আর বন্দেমাতরম স্লোগান নিয়ে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছেন মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলিমেনের নেতা আসা উদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেছেন জয় শ্রীরাম বা বন্দেমাতরম না বলতে চাইলেই যেভাবে মুসলিমদের হেনস্থা এবং মারধর করা হচ্ছে তাতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

জয় শ্রীরাম,বন্দেমাতরম না বললেই মার, আতঙ্কে রয়েছে দেশের মুসলিমরা, দাবি ওয়াইসির

প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়খণ্ডে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনায় মুসলিম যুবককে যেভাবে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। লোকসভায় এই নিয়ে বিবৃতি দিতে হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। ঠিক তারপরেই পশ্চিমবঙ্গে ঘটেছে আরও এক ঘটনা। জয় শ্রীরাম বলতে না চাওয়ায় ক্যানিং লোকাল থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। তার পরে আবার কানপুরে ঘটেছে একই ঘটনা। নমাজ পড়ে বািড় ফেরার পথে ১৬ বছরের এক মাদ্রাসা ছাত্রকে জয় শ্রীরাম বলতে বলে জনা কয়েক যুবক। সে রাজি না হওয়ায় তাকে মারধর করে তারা।

গোটা দেশে একের পর এক এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। সেকারণে নিরাপত্তার অভাবে ভুগছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ এমনই অভিযোগ করেছেন ওয়াইসি। আরএসএসের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বেছে বেছে মুসলিমদের টার্গেট করছে। ওয়াইসি অভিযোগ করেছেন জয় শ্রীরাম আর বন্দেমাতর বলতে না চাইলেন মারধর করা হচ্ছে মুসলিমদের। দলিত আর মুসলিমদের উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। যাঁরা এই কাজ করছেন তাঁরা সকলেই সঙ্ঘ পরিবারের বলে দাবি করেছেন তিনি।

ওয়াইসির অভিযোগ, ‌'‌মুসলিমের ঘরে শিশু জন্মালে বলা হয় দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। মাদ্রাসায় পড়তে গেলে বলা হয় জঙ্গি যোগ রয়েছে। মারা গেলে বলা হয় জমি খরচ হচ্ছে। এমন অবস্থা হয়েেছ দেশের।'‌ পেহলু খানের নামে চার্জশিট দেওয়া নিয়ে রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। কংগ্রেসকে সমর্থন না করার জন্য মুসলিমদের অনুরোধ করেছেন ওয়াইসি।

English summary
Asaduddin Owaisi Says 'Mob Lynchings of Muslims and Dalits Are Linked to Sangh Parivar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X