For Daily Alerts
আসাদউদ্দিনের 'মিম' এর রণনীতিতে মূল টার্গেট কারা! বাংলার আগে হায়দরাবাদ পুরভোট ঘিরে ওয়েইসি জানালেন অবস্থান
হাইভোল্টেজ হায়দরাবাদ নির্বাচন ঘিরে এদিন কার্যত দেশের সমস্ত রাজনৈতিক দলের চোখ রয়েছে নিজামের শহরে। ১৫০ টি ওয়ার্ডের এই ভোটে বিজেপি, টিআরএস ও মিমের ত্রিমুখী লড়াই কোনদিকে এগোয় সেদিকে তাকিয়ে তামাম ভারত। সকাল ৯ টা পর্যন্ত এই নির্বাচনে ৩.১ শতাংশ ভোট পড়েছে। এদিকে, এদিন ভোট দান করতে এসে মিমের তরফে আসাদউদ্দিন জানান দিয়ে দিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেতাঁর অবস্থান কোনদিকে। বাংলার ২০২১ ভোটের আগে যে বার্তা বেশ তাৎপর্যবহ।
{photo-feature}