For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসাদউদ্দিনের 'মিম' এর রণনীতিতে মূল টার্গেট কারা! বাংলার আগে হায়দরাবাদ পুরভোট ঘিরে ওয়েইসি জানালেন অবস্থান

  • |
Google Oneindia Bengali News

হাইভোল্টেজ হায়দরাবাদ নির্বাচন ঘিরে এদিন কার্যত দেশের সমস্ত রাজনৈতিক দলের চোখ রয়েছে নিজামের শহরে। ১৫০ টি ওয়ার্ডের এই ভোটে বিজেপি, টিআরএস ও মিমের ত্রিমুখী লড়াই কোনদিকে এগোয় সেদিকে তাকিয়ে তামাম ভারত। সকাল ৯ টা পর্যন্ত এই নির্বাচনে ৩.১ শতাংশ ভোট পড়েছে। এদিকে, এদিন ভোট দান করতে এসে মিমের তরফে আসাদউদ্দিন জানান দিয়ে দিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেতাঁর অবস্থান কোনদিকে। বাংলার ২০২১ ভোটের আগে যে বার্তা বেশ তাৎপর্যবহ।

 আসাদের মন্তব্য ভারতের রাজনীতিতে মিমের অবস্থান নিয়ে

আসাদের মন্তব্য ভারতের রাজনীতিতে মিমের অবস্থান নিয়ে

এর আগে আসাদউদ্দিন সাফ ভাষায় জানান যে, যেভাবে ভারতীয় রাজনীতি ক্রমাগত তাঁর পার্টি মিমকে কেন্দ্র করে ছক সাজাচ্ছে তাতে মনে হচ্ছে, মিম যেন ভারতীয় রাজনীতির 'লায়লা' আর বাকি ভারতীয় পার্টিগুলি 'মজনু' ।

রোহিঙ্গা ইস্যু , হায়দরাবাদ ও বাংলার ভোট

রোহিঙ্গা ইস্যু , হায়দরাবাদ ও বাংলার ভোট

প্রসঙ্গত, সামগ্রিক উন্নয়ন ছাড়িয়ে কার্যত ধর্মীয় রাজনীতি নিয়েই হায়দরাবাদে ভোট পারদ চড়েছে। সেখানে বিজেপির তাবজড নেতারা প্রচারে যেতেই বারবার রোহিঙ্গা ইস্যু নিয়ে সরব হয়েছেন। আর সেই ইস্যু নিয়েই আসাদ বাহিনীকে খোঁচা দিয়েছেন অমিত শাহরা। পাল্টা ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম থাকা নিয়ে আসাদও বিজেপিকে টার্গেট করেছেন। এদিকে, এমন এক পরিস্থিতিতে বাংলার ভোট আসন্ন। আর সেখানে ভোটব্যাঙ্কের লড়াইতে যে এনআরসি,সিএএ এবং রোহিঙ্গা ইস্যুকে এই দুটি পার্টি প্রচারের ময়দানে আনতে পারে, তার ইঙ্গিত হায়দরাবাদ নির্বাচনেই মিলেছে। ফলে বাংলার রণাঙ্গনের জন্য রাজনৈতিক নেট প্র্যাকটিস কার্যত হায়দরাবাদ পুরভোটে হয়ে যাচ্ছে বলে ধারণা অনেকের।

ওয়েইসির মিমের টার্গেটে কারা!

ওয়েইসির মিমের টার্গেটে কারা!

এদিন হায়দরাবাদ পুরভোটে ভোটদানে আসেন আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের মাটি থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর লড়াই মূলত বিজেপির বিরুদ্ধে। সাফ ভাষায় আসাদউদ্দিন জানিয়েছেন, যাঁরা হায়দরাবাদের নাম পাল্টাতে চান , তাঁদের বিরুদ্ধেই মিমের লড়াই।

 এককালে নিষিদ্ধ হওয়া পার্টি কিং মেকার হওয়ার অন্যতম দাবিদার!

এককালে নিষিদ্ধ হওয়া পার্টি কিং মেকার হওয়ার অন্যতম দাবিদার!

এককালে এল ইন্ডিয়া মজলিস -এ-ইত্তেহাদুল বা মিম নিষিদ্ধ সংগঠনের তালিকায় পড়ে যায়। সেখান থেকে পার্টিকে তুলে এনে আজ কার্যত হায়দরাবাদ পুরোভোটে কিং মেকার হওয়ার অন্যতম দাবিদার আসাদউদ্দিনের মিম। হায়দরাবাদ পুরভোটে কোনও ইস্তহার না প্রকাশ করেই মিম কার্যত একটা বড় ভোটব্যাঙ্ক শক্তিকে নিজের পক্ষে নিয়ে নিয়েছে বলে দাবি বহু রাজনৈতিক বিশেষজ্ঞের।

 যত বিজেপি-মিম পারম্পরিক বিরোধিতা ততই অঙ্ক সোজা!

যত বিজেপি-মিম পারম্পরিক বিরোধিতা ততই অঙ্ক সোজা!

কার্যত ধর্মীয় গন্ধ মেখেই এবার হায়দরাবাদ পুরভোটের যুদ্ধ মঞ্চস্থ হচ্ছে। আর এই যুদ্ধের একপাশে আসাদের মিম ও অন্যদিকে গেরুয়ান্থী বিজেপি। যে বিজেপি জানিয়েছে হায়দরাবাদ থেকে নিজাম সংস্কৃতি শেষ করতে চায় তারা। অন্যদিকে আসাদ বাহিনীর দাবি, 'আপনাদের প্রজন্ম শেষ হবে কিন্তু হায়দরাবাদের নাম পাল্টাবে না।' যে নাম পাল্টানোর বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। আর এই যুযুধান দুই শিবিরের সংঘাতে হিন্দু ও মুসলিম ভোট সোজাসুজি ভাগ হয়ে গেলে, আখেরে মিম ও বিজেপির একটা নির্দিষ্ট ভোট ঘরে তুলতে পারবে। যার হাত ধরে পিছিয়ে যাবে শাসক টিআরএস। আর এই অঙ্কেই হায়দরাবাদের ফলাফল আসে কী না, সেদিকে তাকিয়ে গোটা দেশ। শুধু তাই নয়, সেক্ষেত্রে সেই অনুপাত মেপেই ২০২১ বাংলার রাজনীতিতেও বহু ছক পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থেকে বলে বলে মত অনেকের।

English summary
Asaduddin Owaisi says his fight is with People who Trying to Change Hyderabad amid GHMC polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X