For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গুজরাট নির্বাচনের জন্য', বিলকিস বানো-কাণ্ডে দোষীদের মুক্তি নিয়ে বিস্ফোরক আসাদউদ্দিন

'গুজরাট নির্বাচনের জন্য', বিলকিস বানো-কাণ্ডে দোষীদের মুক্তি নিয়ে বিস্ফোরক আসাদউদ্দিন

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার কটাক্ষ করতে ছাড়লেন না অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন অর্থাৎ AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। কার্যত কেন্দ্রের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ তাঁর। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এআইএমআইএম সুপ্রিমো বলেন, আমরা সবাই ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের কথা বলছেন। কিন্তু বিলকিস বানো কেসে যাদের সাজা ঘোষণা হয়েছিল, তাদেরকেই জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হল বলে তোপ আসাদউদ্দিনের।

একটা জঘন্য অপরাধ ছিল

একটা জঘন্য অপরাধ ছিল

বলে রাখা প্রয়োজন, বিলকিস বানো গণধর্ষণ এবং একই পরিবারের ৭ জনকে খুনের ঘটনায় ১১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিল গুজরাট সরকার। ২০০২ সালের ঘটনা। গোধরা উপসংশোধনাগারে বন্দি ছিল তারা। তাঁদের সাজা মকুব করে মুক্তি দেয় গুজরাত সরকার। আর এই বিষয়টিকে মাথায় রেখেই মোদী সরকারকে তোপ AIMIM সুপ্রিমো'র। তাঁর দাবি, বিলকিসকে ধর্ষণ করা হয়, সে গর্ভবতী হয়ে পড়ে। একটা জঘন্য অপরাধ ছিল, কিন্তু অপরাধীদেরত মুক্তি দিয়ে দেওয়া হল বলে কটাক্ষ। আসাদের প্রশ্ন, আমরা দেশকে কি বার্তা দিচ্ছি? এর থেকে বড় নোংরা রাজনীতি আর কি হতে পারে বলেও কটাক্ষ আসাদউদ্দিন ওয়েইসি'র।

বিজেপির এই নীতি আর কতদিন চলবে?

বিজেপির এই নীতি আর কতদিন চলবে?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইসি বলছেন, যে মহিলা বছরের পর বছর লড়াই করেছেন, স্বামী তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, সেই পরিবারের আরও চার মহিলাকে ধর্ষণের পর কী বার্তা দেওয়া হচ্ছে? বিজেপিও বা কি বার্তা দিতে চাইছে বলেও প্রশ্ন সাংসদের। অইমহিলা বোরখা পড়ে রয়েছেন বলে সব মিথ্যা কথা বলছেন? সে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি। আসাদের মতে, গুজরাত নির্বাচন সামনেই আসতে চলেছে। আ সংখ্যাগরিষ্ঠতা পেতেই এই সমস্ত কিছু করা হচ্ছে বলেও তোপ AIMIM সুপ্রিমো'র। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে অবশ্যই মুখ খুলতে হবে বলে আওয়াজ তুলেছেন তিনি। আসাদের আরও প্রশ্ন, বিজেপির এই নীতি আর কতদিন চলবে?

এক নজরে গোটা ঘটনা

এক নজরে গোটা ঘটনা

বলে রাখা প্রয়োজন, ২০০৮ সালের ২১ জানুয়ারি মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে তাঁদের সাজা ঘোষণা করা হয়েছিল। বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ছিল তারা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। বম্বে হাইকোর্ট তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে। ইতিমধ্যেই ১৫ বছর জেল খেটে ফেলেছেন তাঁরা। তারপরেই এক বন্দি সুপ্রিম কোর্টে সাজা মকুবের আবেদন জানায়। শীর্ষ আদালত গুজরাত সরকারকে বিষয়টি বিবেচনা করে দেখতে বলে। একটি কমিটি গঠন করে বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। তারপরেই সেই ১১ জনের সাজা মকুব করে মুক্তির কথা ঘোষণা করে সেই কমিটি।

তৃণমূলে শুরু আদি-নব্য দ্বন্দ্ব! ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে অন্তর্কলহ জেলায় জেলায়তৃণমূলে শুরু আদি-নব্য দ্বন্দ্ব! ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে অন্তর্কলহ জেলায় জেলায়

English summary
Asaduddin Owaisi Points To Gujarat Polls as Convicts of Bilkis Bano case Releaseed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X