For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমাজে বাড়ছে হিংসা, 'বিশ্ব বাজারের' সমালোচনা করে জল্পনা বাড়ালেন মোহন ভগবত

সমাজে হিংসা ও অসন্তুষ্টি নিয়ে চিন্তিত আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তবে একটু অন্য ভাবে

  • |
Google Oneindia Bengali News

সমাজে হিংসা ও অসন্তুষ্টি নিয়ে চিন্তিত আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তবে একটু অন্য ভাবে।

'সমাজে হিংসা, অসন্তুষ্টি'

'সমাজে হিংসা, অসন্তুষ্টি'

আরএসএস প্রধান ভাগবত জানিয়েছেন, সর্বত্রই হিংসা আর অসন্তুষ্টি। মালিক, কর্মী, সরকার, সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক সবার মধ্যেই এর ছোঁয়া লেগেছে। আহমেদাবাদে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন ভগবত। তিনি বলেছেন, কেউই খুশি নন।

বেড়েছে আরাম

বেড়েছে আরাম

মোহন ভগবত বলেছেন, যে আরাম আগে পাওয়া যেত না, তা এখন পাওয়া যাচ্ছে। যে সমৃদ্ধি ১০০ বছর আগে চিন্তু করা যেত না, এখন তাই পাওয়া যাচ্ছে। পানিপথের যুদ্ধে কী হয়েছিল, মারাঠারা জিতেছিল না হেরেছিল, সেসব এখন দূরে। এখন কেউ মেল পাঠালে ৫ মিনিটের মধ্যে জবাব পেয়ে যাচ্ছেন।

'বিশ্বকে দিতে হবে জ্ঞান'

'বিশ্বকে দিতে হবে জ্ঞান'

বিশ্বকে জ্ঞান দিতে হবে ভারতকে। জ্ঞান ছড়ায় কিন্তু মানুষ রোবট হয়ে উঠতে পারে না। আমরা সবসময় বিশ্ব পরিবারের কথা বলি, কিন্তু বিশ্ব বাজারের কথা নয়।

দমিয়ে রাখতে চাইছে সুপার পাওয়াররা

দমিয়ে রাখতে চাইছে সুপার পাওয়াররা

আমরা যদি চিন্তা করি, ভাল বিশ্বে বাস করছি, তাহলে অর্ধসত্য করা বলা হবে বলে মন্তব্য করেছেন তিনি। সুবিধা সমানভাবে বিতরিত হয়নি। জঙ্গলের বিধিও বিরাজ করছে। বেশ কিছু লোক দুর্বলদের মেরে ওপরে উঠতে চাইছেন। ধ্বংসের জন্য জ্ঞান বেশি ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, আমেরিকা ও রাশিয়া সুপার পাওয়ার। চিনও সুপার পাওয়ার হওয়ার পথে। এরা অন্যদের সঙ্গে কী ব্যবহার করছে? অন্য দেশগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা।

English summary
As violence and dissatisfaction is rising, RSS's Mohan Bhagbat says threat of third world is looming
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X