কয়েকদিন আগেই পুত্র রাহুল গান্ধীকে দলের সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সনিয়া গান্ধী। তবে এখুনি অবসর না নিলেও রাজনীতি থেকে কয়েকটা দিন যে অবশ্যই সরে থাকতে চান, তা স্পষ্ট। গোয়ায় নিশ্চিন্তে কয়েকদিনের ছুটি কাটাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। গোয়ার রিসর্টে তাঁর একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

দক্ষিণ গোয়ায় একটি রিসর্টে সনিয়া দিন দুয়েক ধরে রয়েছেন। সূত্রের খবর, আগামী বছরের প্রথম কয়েকদিন থেকে তারপরে ফিরে যাবেন। ব্যক্তিগত সফরে সনিয়া গোয়ায় আসায় দলীয় নেতারা খুব বেশি তা নিয়ে চর্চা করতে চাইছেন না।
গত কয়েকবছর ধরেই গোয়ায় নিয়মিত আসেন সনিয়া। একই রিসর্টে থাকেন বলে খবর। দক্ষিণ গোয়ার নিরিবিলি এলাকার এই রিসর্ট সনিয়ার বিশেষ পছন্দের বলে খবর। কাছের বন্ধুরা অনেকেই তার সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে।
রিসর্টের ভিতরে মজায় সময় কাটাচ্ছেন সনিয়া। পর্যটকদের সঙ্গে কথা বলছেন, সেলফি তুলছেন। এমনকী প্রাতঃরাশে মশলা দোসাও খেয়েছেন বলে খবর। তবে শারীরিক কারণে খাওয়ার ব্যাপারে নানান বিধিনিষেধ রয়েছে সনিয়ার। বই পড়ে, যোগা করে, রিসর্টে ঘুরে দিন কাটছে তাঁর।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.