For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের পর ফের রাহুল গান্ধীর নিরাপত্তায় গলদ, কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা স্থগিত মাঝপথে

রাহুল গান্ধীর নিরাপত্তা কমিয়ে দেওয়ার অভিযোগ

Google Oneindia Bengali News

পাঞ্জাবের পর এবাক কাশ্মীরে রাহুল গান্ধীর নিরাপত্তায় গলদ। কমিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস নেতার নিরাপত্তা। তারপরেই মাঝ পথে বন্ধ করে দেওয়া হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। সবে চার কিলোমিটার হেঁটেছিলেন রাহুল গান্ধী। তার মধ্যেই নিরাপত্তায় ত্রুটি ধরা পড়ে। তারপরেই ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা স্থগিত মাঝপথে

পাঞ্জাবের পর ফের কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় ধরা পড়ল নিরাপত্তায় গলদ। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল কাশ্মীরে। কিন্তু ৪ কিলোমিটার চলার পর সেই ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে হঠাৎ করেণই নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীর। ২০ কিলোমিটার কাশ্মীের ভারত জোড়ো যাত্রায় হাঁটার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু ১ কিলোমিটার হাঁটার পরেই কংগ্রেস স্থগিত রাখে যাত্রা।

কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বেশ কিছুটা তাঁরা একসঙ্গে হেঁেটছিলেন। কিন্তু শ্রীনগর যাওয়ার পথে বানিহাল টানেলের কাছে তাঁকে থামিয়ে দেওয়া হয়। কারণ সেখানে ওঠার করেই বিপুল জনতা সমাগম হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে কোনও পুলিশি নিরাপত্তা ছিল না। সেকারণে রাহুল গান্ধীর সুরক্ষার কথা ভেবে স্থগিত করে দেওয়া হয় যাত্রা।

রাহুল গান্ধী বলেছেন, হঠাৎ করে এতটাই জনসমাগম হয়ে গিয়েছিল যে পুলিশকর্মীরা সামাল দিয়ে উঠতে পারছিলেন না। পুলিশের পক্ষেও সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। সেকারণেই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন , তাঁকে সুরক্ষা দেওয়া প্রশাসনের দায়িত্ব। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হঠাৎ করেই রাহুল গান্ধীর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসনের দায়িত্ব সুরক্ষা দেওয়া কিন্তু সেটা তারা পালন করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা।

এর আগে পাঞ্জাবেও ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল। হঠাৎই এক যুবক রাহুল গান্ধীর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তার আগেই কংগ্রেস নেতারা আটকে দেয় তাকে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কংগ্রেস নেতার সুরক্ষা নিয়ে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা িনয়েও প্রশ্ন উঠেছিল। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর যাত্রা পথে ঢুকে পড়েছিলে কৃষকদের মিছিল। শেষে সভা না করেই তিনি ফিরে যান দিল্লিতে।

বিস্তারিত আসছে...

English summary
Bharat Jodo Yatra hold in Kashmir Due to Rahul Gandhis' Security laps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X