For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট গড়ে নির্বাচনে লড়বে সংযুক্ত সমাজ মোর্চা, শীঘ্রই প্রার্থী ঘোষণা

জোট গড়ে নির্বাচনে লড়বে সংযুক্ত সমাজ মোর্চা, শীঘ্রই প্রার্থী ঘোষণা

Google Oneindia Bengali News

কৃষক আন্দোলনে বড় জয় এসেছিল কৃষকদের। তাদের লড়াইয়ের সামনে হার মানতে বাধ্য হয় কেন্দ্র। তুলে নেয় তিন কৃষি আইন। এই আইন প্রত্যাহারের পরই পঞ্জাবের কয়েকটি কৃষক সংগঠন যৌথভাবে একটি রাজনৈতিক দল তৈরি করে। আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁরা লড়বেন এবং জোট গড়েই তারা নির্বাচন মঞ্চে নামবেন বলে খবর মিলছে।

ফ্যাক্টর সংযুক্ত সমাজ মোর্চা

ফ্যাক্টর সংযুক্ত সমাজ মোর্চা

পাঞ্জাবে সামনে বিধানসভা নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা ১০ মার্চ। লড়াইয়ে রয়েছে কংগ্রেস, অকালি দল, বিজেপি ও আপ। এবারে কৃষক মোর্চার তৈরি রাজনৈতিক দল এই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক মহল। দল গড়েছে কৃষক আন্দোলনে অংশ নেওয়া কয়েকটি কৃষক সংগঠনের একযোগে তৈরি হওয়া রাজনৈতিক দল সংযুক্ত সমাজ মোর্চা। তারা রাজ্যের আসন্ন ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করলেও প্রার্থী ঘোষণা করেনি। জানা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করবেন তারা, তবে তার আগে আপের সঙ্গে হাত মেলাতে চাইছেন তাঁরা। এমনটাই খবর সূত্রের। এই এই মোর্চার কৃষক নেতা বলবীর রাজেওয়াল বলেছেন, , মোর্চার সদর দফতর হবে লুধিয়ানায়। ভোটে প্রার্থীদের তিনদিনের মধ্যে প্রথম তালিকা ঘোষণা করা হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে বাকি প্রার্থীদের নামও ঘোষণা করা হবে, যে আসনগুলিতে মোর্চা প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজেওয়াল আরও জানিয়েছেন, ইস্তেহার তৈরির জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই ইস্তেহার জনসমক্ষে প্রকাশ করা হবে। টিকিট কারা পাবেন? রাজেওয়াল জানিয়েছেন, সর্বস্তরের মানুষকে টিকিট দেওয়া হবে।

জোটের আভাস

জোটের আভাস

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি প্রসঙ্গে রাজেওয়াল বলেছেন, ওই দলের সঙ্গে তাঁদের কোনও সমঝোতা নেই। তবে গুরনাম সিংহ চারুনির দলের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

মোদীর নিরাপত্তা প্রসঙ্গে

মোদীর নিরাপত্তা প্রসঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা এবং কৃষক বিক্ষোভের জেরে তাঁর ফিরে যাওয়া নিয়ে রাজেওয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর সুরক্ষায় গাফিলতি সংক্রান্ত বিষয়ে কৃষকদের কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তদন্তকারী সংস্থাগুলি অনুসন্ধান করুক। রাজেওয়াল এও বলেছেন, 'আমাদের দল রেজিস্ট্রেশন করেছে এবং প্রতীক চিহ্নের জন্য আবেদন করেছে।'

English summary
The two political outfits formed by farmer leaders to contest the forthcoming Punjab Assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X