আরব থেকে আসছে 'লাভ জেহাদ' এর জন্য টাকা! মন্তব্যের পর প্রবল বিতর্কে সাধ্বী প্রাচী
এবার বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচীর বার্তা থেকে। এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী, তিনি এক সভায় এই বিষয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।

বিতর্কের তেজ বাড়িয়ে সাধ্বী প্রাচী বলেন, ভারতে লাভ জেহাদের জন্য অর্থ আসছে আরব দেশ থেকে। এখানেই শেষ নয়। তাঁর দাবি, ব্রাহ্মণ , বৈশ্য, শূদ্র হিসাবে লাভ জেহাদের জন্য বিভিন্ন রকমের দর থাকে। এদিকে, বিশ্ব হিন্দু পরিষদের এই নেত্রীর এমন বক্তব্য়ে রীতিমতো অস্বস্তিতে বিশ্ব অখিল ভারতীয় আখারা পরিষদের বহু নেতা। এমন বক্তব্য থেকে সাধ্বী প্রাচীর সরে আসা উচিত ছিল বলে অখিল ভারতীয় পরিশদের নেতারা বক্তব্য রাখেন।
এদিকে, দেশে লাভ জেহাদের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া আইনের পথে হাঁটবেন বলে জানান। অন্যদিকে, হরিয়ানাতেও তেমনই সম্ভাবনার কথা জানা গিয়েছে। এছাড়া কর্ণাটকেও লাভ জেহাদ নিয়ে সরকারি স্তরে ভাবনা চিন্তা চলছে বলে ইঙ্গিত দেন সেখানের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।