For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রাম প্রধানের নির্দেশ! ৫০ টি কুকুরের মর্মান্তিক পরিণতিতে শোরগোল

বিষ দিয়ে মারা হয়েছে কমপক্ষে ৫০ টি কুকুরকে। মর্মান্তিক এই ঘটনা তেলেঙ্গানার নালগোন্ডা জেলার তেল্লাডিভিরাপল্লি গ্রামের। মঙ্গলবারের এই ঘটনা সামনেআসে পরের দিন সকালে।

  • |
Google Oneindia Bengali News

বিষ দিয়ে মারা হয়েছে কমপক্ষে ৫০ টি কুকুরকে। মর্মান্তিক এই ঘটনা তেলেঙ্গানার নালগোন্ডা জেলার তেল্লাডিভিরাপল্লি গ্রামের। মঙ্গলবারের এই ঘটনা সামনে আসে পরের দিন সকালে। গ্রাম প্রধান পাপা নায়েকের নির্দেশে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। মরে যাওয়ার পর কুকুরগুলিকে ট্রাকে করে নাক্কালা গণ্ডি জল প্রকল্পের পাশে ফেলে রেখে আসা হয়।

গ্রাম প্রধানের নির্দেশ! ৫০ টি কুকুরের মর্মান্তিক পরিণতি

খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নালগোন্ডার জেলাশাসক এই ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন। একটি সূত্রে জানা গিয়েছে, জেলা পঞ্চায়েত অফিসার বলেছেন, স্থানীয়রা কুকুর নিয়ে বারবার অভিযোগ করেছিলেন। অনেকের ওপরে কুকুর হামলা করেছিল বলেও অভিযোগ। এই সব অভিযোগের জেরে গ্রাম প্রধান কুকুরগুলিকে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে জেলাশাসক জানিয়েছেন, একবার অভিযুক্তকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে সিদ্দিপেট গ্রামে প্রায় ৭৮ টি কুকুরকে বিষ দিয় হত্যার ঘটনায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাঁচ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

English summary
As many as 50 dogs were poisoned at Telladeverapalli village in the Nalgonda district on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X