মনোহর পার্রিকাররের শারীরিক অবস্থার আরও অবনতি! মুখ্যমন্ত্রী পদ নিয়ে জরুরি বৈঠক বিজেপির
বহুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। সাম্প্রতিক খবরে শোনা যাচ্ছে, ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হতে শুরু করেছে। এরকম পরিস্থিতিতে গোয়ায় বিশেষ বৈঠক ডাকে বিজেপি। শনিবারের বৈঠকে স্থির হয় গোয়ায় পরবর্তী মুখ্যমন্ত্রী বিধায়কদের মধ্য়ে থেকেই কাউকে স্থির করতে হবে। এছাড়াও এদিন আরও একটি বিশেষ বৈঠকে বসে বিজেপি।

উল্লেখ্য, গোয়ায় বিজেপি সরকারের সঙ্গে জোটবদ্ধ রয়েছে, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরোয়ার্ড পার্টি। প্রতিটি পাার্টির নেতা ও বিধায়কদের সঙ্গে বসেই গোয়ায় আগামী দিনের কর্মসূচি ঠিক করতে চায় বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের দাবি, মনোহর পার্রিকারের স্বাস্থ্য সম্পর্কে যেসমস্ত তথ্য প্রকাশ্যে আসছে শনিবার সকাল থেকে, তা নিছকই মিথ্যা। যদিও সূত্রের দাবি, ইতিমধ্য়েই রাজ্য়পালের সঙ্গে কথা বলে গোয়ায় সরকার ধরে রাখার বিষয়টি নিশ্চিত করে রেখেছে বিজেপি ।
উল্লেখ্য, গোয়ায় সবচেয়ে বেশি ভোট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসাবে রয়েছে কংগ্রেস। তবে বিজেপির সঙ্গে অন্যান্য পার্টি জোট বাঁধায় সরকার গড়েছে পদ্মশিবির। এদিকে, গোয়ায় ফের একবার সরকার গঠনের জন্য সংখ্যার খেলা সঙ্গে নিয়ে মুখিয়ে রয়েছে কংগ্রেসও।