For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ এর লোকসভা ভোটে নির্দলপ্রার্থীর সংখ্যা দেখে মাথায় হাত কমিশনের! ইভিএম নিয়ে চিন্তা বাড়ল

প্রথমদফা ভোট যুদ্ধের আগে রীতিমত সরগরম দেশের রাজনীতি। এদিকে ভোট উৎসবে মাতোয়ারা দেশে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোট পর্ব সম্পন্ন করার বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

প্রথমদফা ভোট যুদ্ধের আগে রীতিমত সরগরম দেশের রাজনীতি। এদিকে ভোট উৎসবে মাতোয়ারা দেশে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোট পর্ব সম্পন্ন করার বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এদিকে, দক্ষিণের রাজ্য কর্ণাটকে ক্রমেই বেড়ে চলা নির্দল প্রার্থীর সংখ্যা ঘিরে সমস্যায় পড়ে গিয়েছে নির্বাচন কমিশন।

২০১৯ এ নির্দলপ্রার্থীর সংখ্যা দেখে মাথায় হাত কমিশনের! ইভিএম নিয়ে চিন্তা

উল্লেখ্য, কর্ণাটকের বাগিচা শহর তথা প্রযুক্তিনগরী বেঙ্গালুরু কেন্দ্রে ক্রমেই বেড়ে চলেছে নির্দল প্রার্থীর সংখ্যা। সাধারণত একটি ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ১৫ জন প্রার্থী ও ১ টি 'নোটা' অপশন থাকে। তবে ব্যাঙ্গালোর উত্তর কেন্দ্রে মোট ৩১ জন প্রার্থী। যেখানে নির্দলের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে, ব্য়াঙ্গালোর দক্ষিণে ২৫ জন প্রার্থী রয়েছেন। সেখানেও নির্দল প্রার্থীর সংখ্যা চোখে পড়ার মতো।

[আরও পড়ুন: ১১ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট : জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য একনজরে][আরও পড়ুন: ১১ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট : জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য একনজরে]

এদিকে, এই নির্বাচনী আসনের জন্য প্রয়োজন হয়ে পড়েছে আরও ইভিএম। ইভিএম-এর সংখ্যার যোগান দিতে ৪৫ শতাংশ বাড়তি ইভিএম রাখার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। একটি পোলিং বুথে ৪টি ইভিএম রাখা যায়। আর সেই নিয়মেই এবার বেঙ্গালুরু দেখতে চলেছে নতুন ধরনের ভোট পর্ব।

[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন জঙ্গলমহলের জয়ী পঞ্চায়েতে, লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান][আরও পড়ুন:বিজেপিতে ভাঙন জঙ্গলমহলের জয়ী পঞ্চায়েতে, লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান]

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
As independents increase, booths need more EVMs in Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X