For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মীয় গুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় নিয়ে চরম নিরাপত্তায় ২ রাজ্য, লাগু সতর্কতা

ধর্মীয় সংগঠন 'ডেরা সাচা সৌদা'-এর প্রধান গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলায় শুক্রবার রায় দেবে পাঞ্জাব ও হরিয়াণা আদালত।

  • |
Google Oneindia Bengali News

ধর্মীয় সংগঠন 'ডেরা সাচা সৌদা'-এর প্রধান গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলায় শুক্রবার রায় দেবে বিশেষ সিবিআই আদালত। তার আগে থেকেই নিরাপত্তার কারণে 'ডেরা সাচা সৌদা' সদর কার্যালয় হরিয়াণাতে রয়েছে চরম নিরাপত্তা। এছাড়াও হরিয়াণা ও পাঞ্জাব জুড়ে দু'দিন ধরে লাগু রয়েছে চূড়ান্ত সতর্কতা। আশঙ্কা ,আদালতের রায় যদি রাম রহিমের বিরুদ্ধে যায়, তাহলে তাঁর ৩৫ ০০০০ ভক্ত এলাকা জুড়ে তাণ্ডব চালাতে পারেন।

ধর্মীয় গুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় নিয়ে চরম নিরাপত্তায় ২ রাজ্য, লাগু সতর্কতা

এদিকে, গুরু রাম রহিমের এই ধর্ষণ মামলার জেরে অশান্তির আশঙ্কায় হরিয়াণা ও পাঞ্জাবের স্কুল কলেজগুলিকে ২৪ ও ২৫ অগাস্ট ছুটি দেওয়া হয়েছে। এদিকে, এই মামলাকে কেন্দ্র করে দলে দলে রাম রহিমের ভক্তরা ভিড় করছেন হরিয়াণাতে।

উল্লেখ্য, ২০০২ সালে 'ডেরা সাচা সৌদা'-র এক সাধিকা তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একিট গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণর অভিযোগ তুলে চিঠি লেখেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বাকি সাধিকারাও ধর্ষণের অভিযোগ তোলেন রাম রহিমের বিরুদ্ধে। সাধিকার দাবি ছিল পাঞ্জাবের রাজনীতিকরা তাঁকে রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলতে বারণ করে, তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। তাই বাধ্য় হয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা ওঠে হরিয়াণা ও পাঞ্জাব হাইকোর্টে। সেখানে থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়। সেই তদন্তের পর এবার ২০১৭ সালের ২৫ অগাস্ট রায় দিতে চলেছে আদালত।

English summary
Thousands of policemen and paramilitary troops are in Punjab and Haryana ahead of a court verdict on Friday in a rape case against self-styled godman Gurmeet Ram Rahim Singh, who leads the influential Dera Sacha Sauda sect. The Chief Ministers of both states have appealed for peace, with a large number of Dera followers travelling to Panchkula town, where the case is being heard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X