For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নভেম্বরের আগে কমবে না জ্বালানির দাম! দেখুন অতীত রেকর্ড কী বলছে

মনে করা হচ্ছে, নভেম্বরের আগে জ্বালানির দাম কমবে না।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে তো ছিল, এবার রাজধানী দিল্লিতেও ৮০ টাকার উপরে উঠে গেল পেট্রোলের দাম। দিল্লিতে এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০.৩৮ টাকা, ডিজেল ৭২.৫১ টাকা। আর মুম্বইয়ে সেটা ৮৭.৭৭ টাকা পেট্রোল ও ডিজেল লিটারে ৭৬.৯৮ টাকা।

নভেম্বরের আগে কমবে না জ্বালানির দাম! দেখুন অতীত রেকর্ড কী বলছে

জ্বালানির দাম বাড়ায় সবকিছুর দাম বাড়ার আশঙ্কা রয়েছে। কিছু ক্ষেত্রে তার প্রভাবও পড়তে শুরু করেছে। তবে মনে করা হচ্ছে, নভেম্বরের আগে জ্বালানির দাম কমবে না। কারণ তারপরই কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। ফলে দাম কমলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এখন ঘটনা হল, এমনই যে ঘটবে তার নিশ্চয়তা নেই। তবে অতীতের যা রেকর্ড তাতে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়ে ২০ দিন একটানা জ্বালানির দাম বাড়েনি। ১২ মে ভোট মিটে যাওয়ার পরে ১৭ দিনের মধ্যে ৪ টাকা লিটারে জ্বালানির দাম বেড়েছে।

[আরও পড়ুন: মোদী রামকৃষ্ণদেবের মতোই 'যুগাবতার'! তাই তাঁকেই আদর্শ করেছেন বিজেপি নেতা][আরও পড়ুন: মোদী রামকৃষ্ণদেবের মতোই 'যুগাবতার'! তাই তাঁকেই আদর্শ করেছেন বিজেপি নেতা]

এর আগে ঠিক একইভাবে ১৬ জানুয়ারি থেকে ১ এপ্রিল অবধি টানা ৭৫ দিন তেলের দাম বাড়েনি। কারণ সেইসময়ে পরপর পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ পুরভোট, মনিপুরের ভোট ছিল।

[আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ][আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ]

আর এবার বছরের শেষ থেকে শুরু করে পরপর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামে ভোট রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে তেলাঙ্গানার নাম। অর্থাৎ এই পাঁচ রাজ্যে ভোট হবে। তাই অতীতের ট্রেন্ড অনুযায়ী ভোটের আগেই দোম কমতে পারে। তার আগে যদি দাম কমে তাহলে তো কথাই নেই।

[আরও পড়ুন: সাক্ষরতার হারে সারা দেশে বাংলা ২০ তম স্থানে! অন্য রাজ্যের কী হাল, জানুন একনজরে ][আরও পড়ুন: সাক্ষরতার হারে সারা দেশে বাংলা ২০ তম স্থানে! অন্য রাজ্যের কী হাল, জানুন একনজরে ]

English summary
As four states set to go for polls, Petrol price may drop by end of this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X