For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার থার্ড ওয়েভের আশঙ্কার মাঝেই একাধিক রাজ্যে কড়া কোভিড বিধি লাগু

Google Oneindia Bengali News

এইমসের তরফে সাফ জানানো হয়েছে যে করোনার থার্ড ওয়েভ সম্ভবত আর ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আসতে চলেছে। এই আশঙ্কার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো উদ্বেগের মেঘ গোটা দেশ। দেশের একাধিক রাজ্যকে এই মর্মে সতর্কও করে দিয়েছে কেন্দ্র। এদিকে , এরই মধ্যে বিভিন্ন রাজ্যে একাধিক কোভিড বিধি লাগু হয়ে গিয়েছে।

 উত্তরপ্রদেশে বহু জেলায় ফের কার্ফু

উত্তরপ্রদেশে বহু জেলায় ফের কার্ফু

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের একাধিক জেলায় ফের একবার কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রসঙ্গত, এই মর্মে যোগী সরকার জানিয়েছে যে যে সমস্ত জেলায় ৫০০ এর বেশি কোভিড কেস থাকবে, সেখানেই লাগু করা হবে কার্ফু। শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে এরাজ্যের পজিটিভিটি রেট ০.১ শতাংশ।

তেলাঙ্গানার পরিস্থিতি

তেলাঙ্গানার পরিস্থিতি

প্রসঙ্গত, তেলাঙ্গানায় রবিবার থেকে ছাড় দেওয়া হয়েছে কার্যত লকডাউনের বিধিতে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ১ জুলাই থেকে সেখানে স্কুল কলেজ খোলা হবে। তবে কেন্দ্রের তরফে থার্ড ওয়েভের পূর্বাভাস জারি হতেই তেলাঙ্গানা সরকার কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের।

কর্ণাটক

কর্ণাটক

১৩ টি জেলায় লকডাউনের সীমা বাড়িয়ে দিয়েছে কর্ণাটক। এদিকে, রাজ্যের বাকি অংশে কার্যত লকডাউনে ছাড় দিয়েছে সেখানের ইয়েদুরাপ্পা সরকার। নয়া নিয়মে জানানো হয়েছে বিকেল ৫ টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে। মেট্রো ও বাস চলবে ৫০ শতাংশ মানুষকে নিয়ে। তবে যেসমস্ত জেলায় পজিটিভিটি রেট প্রবল বেশি, সেখানে কার্যত লকডাউন বিধি জারি রয়েছে।

গোয়া কী সিদ্ধান্ত নিল?

গোয়া কী সিদ্ধান্ত নিল?

এদিকে, জানা গিয়েছে গোয়ায় লকডাউন ২৮ জুন পর্যন্ত কার্যত লকডাউন জারি রয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত গোয়ায়য় লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে।

English summary
As Coronavirus third wave possibility is predicted in India, know how states are gearing up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X