For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক কড়া পদক্ষেপ, বিহার-উত্তর প্রদেশে কার্যত লকডাউনের পরিস্থিতি

করোনার (coronavirus) হানায় ফের লকডাউন (lockdown) বিহার (bihar) ও উত্তর প্রদেশে (uttar pradesh) । উত্তর প্রদেশ সরকার জানিয়েছে আপাতত রাজ্যব্যাপী রবিবার লকডাউন পালন করা হবে। অন্যদিকে বিহার সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে,

  • |
Google Oneindia Bengali News

করোনার (coronavirus) হানায় ফের লকডাউন (lockdown) বিহার (bihar) ও উত্তর প্রদেশে (uttar pradesh) । উত্তর প্রদেশ সরকার জানিয়েছে আপাতত রাজ্যব্যাপী রবিবার লকডাউন পালন করা হবে। অন্যদিকে বিহার সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা লকডাউনের থেকে কোনও অংশে কম নয়।

উত্তর প্রদেশের পরিস্থিতি

উত্তর প্রদেশের পরিস্থিতি

গত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০, ৫৬৬ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৯,০৪১ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন, রাজধানী লখনৌতেই। সেখানে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫,৫৮৫ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। প্রসঙ্গত করোনায় আক্রান্ত হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

সপ্তাহে একদিন বন্ধ সবকিছু

সপ্তাহে একদিন বন্ধ সবকিছু

এদিন মুখ্যমন্ত্রী অফিস থেকে জানানো হয়েছে, সপ্তাহে একদিন, রবিবার রাজ্যে গ্রামীন এবং শহরের সব কিছু বন্ধ থাকবে। সেই সময়ে স্যানিটাইজেশন, এবং অন্য গুরুত্বপূর্ণ কাজ এই সময়ে করা যাবে। এব্যাপারে যাবতীয় সচেতনতা মূল্ক প্রচার করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের তরফে মাস্ক না পরলে ১০০০ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একই ব্যক্তি যদি দ্বিতীয়বার একই অপরাধ করেন. তাহলে সেই জরিমানার পরিমাণ হবে ১০ হাজার টাকা।

বিহারের পরিস্থিতি

বিহারের পরিস্থিতি

বিহারের গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬৯০ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়েছে ৩৪৬০ জন। রাজধানী পটনার অবস্থা সব থেকে খারাপ। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ২৩২১ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।

কড়া ব্যবস্থার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কড়া ব্যবস্থার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিহারের করোনা পরিস্থিতির সামাল দিতে সরাসরি লকডাউনের কথা না বললেও কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার মধ্যে রয়েছে, রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু। শিক্ষাকেন্দ্র গুলি ১৫ মে পর্যন্ত বন্ধ। বন্ধ রাখা হবে থিয়েটার, শপিং মল, ক্লাবগুলি। বিকেল পাঁচটার পরে সবকটি সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করতে হবে, স্বাস্থ্যকর্মীদের একমাসের বেতন বোনাস হিসেবে দেওয়া হবে উৎসাহ দিতে, যেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে কন্টাইনমেন্ট জোন করা হবে, ওষুধের দোকান-মুদিখানা-মাংসের দোকান খোলা থাকবে বিকেল ছটা পর্যন্ত, রেস্টুরেন্ট কিংবা অন্য খাবারের দোকানগুলিতে বসে খাওয়া যাবে না, সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বিয়ে- মৃত্যু ১০০ জন লোকের সমাগম, যেসব জায়গায় সাধারণ ভাবে ভিড় হয়, সেইসব জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে।

প্রচারের বেরিয়ে গুলিবিদ্ধ মালদহের বিজেপি প্রার্থী, ভর্তি হাসপাতালেপ্রচারের বেরিয়ে গুলিবিদ্ধ মালদহের বিজেপি প্রার্থী, ভর্তি হাসপাতালে

English summary
As Civid-19 cases increases, Bihar and Up Govt announces to take strong measures like lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X