For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরফে ঢাকা ভিক্টোরিয়া-গড়ের মাঠ, শীতে জবুথবু কলকাতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Winter: ধর্মতলায় তুষারপাত, ট্রাম যাচ্ছে বরফ ঢাকা রাস্তা চিরে, শীতে জবুথবু কলকাতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগো

Google Oneindia Bengali News

তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। হিমেল হাওয়ায় জবুথবু শহর। মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে তিলোত্তমা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতায় তুষারপাতের কাল্পনিক সব ছবি। তাতে দেখা যাচ্ছে বরফে ঢেকেছে শহরের রাস্তাঘাট। ধর্মতলায় বরফ ঢাকা রাস্তা চিড়ে ছুটছে ট্রাম। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সির উপরে বরফ পড়ে রয়েছে। এরকম একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মরশুমের শীতলতম দিন

মরশুমের শীতলতম দিন

মরশুমের শীতলতম দিন কলকাতায়। তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আরও নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কনকনে ঠান্ডায় কাঁপছে শহরবাসী। পশ্চিমীঝঞ্ঝা না থাকার কারণে হু হু করে নামছে পারদ। উত্তুরে হাওয়া প্রবেশে আর কোনও বাধাই নেই। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শীতের দাপট বেড়েছে। ঝোড়ো ইনিংস শুরু করেছে শীত। হাড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু শহরবাসী।

তুষার পাত শহরে?

শীতের সকালে লেপ মুড়ি দিয়ে হাতে মোবাইল নিয়ে ফেসবুক খুলতেই চমকে উঠেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় জুড়ে ঘুরছে কলকাতায় তুষারপাতের ছবি। চোখ কচলে অনেকেই ভাল করে বুঝতে চেয়েছেন বিষয়টি। সত্যিই কি কলকাতায় বরফ পড়ছে? হঠাৎ করে এতটাই ঠান্ডা পড়েছে শহরে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কলকাতায় বরফ পড়ার কাল্পনিক ছবি। তাতে দেখা গিয়েছে বরফে ঢাকা ধর্মতলা। অর্থাৎ সত্যিই যদি কোনও দিন জলবায়.ু পরিবর্তনের জেরে কলকাতায় তুষারপাত হয় তাহলে কেমন দেখতে হবে সেটি। বরফে ঢাকা ধর্মতলা। বরফে ঢাকা রাস্তা ট্রাম লাইন ধরে এগিয়ে যাচ্ছে ট্রাম। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সির বোনেটে জমে রয়েছে বরফ।। হঠাৎ করে দেখলে মনে হবে পশ্চিমের কোনও দেশ।

শুধু কলকাতা নয় দিল্লির ছবিও ভাইরাল

৩ ডিগ্রিতে নেমে গিয়েছে দিল্লির তাপমাত্রা। প্রবল শৈত্য প্রবাহ চলছে সেখানে। শনিবার পর্যন্ত চলবে শৈত্য প্রবাহ। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। এই পরিস্থিতিতে দিল্লিতে তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। সেই কল্পনাকে ভর করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বরফে ঢাকা ইন্ডিয়া গেটের ছবি। বরফে ঢাকা চাঁদনি চকে ধোঁয়া ওঠা চায়ে চুমুক। আগুন পোহানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

জলবায়ু পরিবর্তনেই কী এই পারদ পতন?

জলবায়ু পরিবর্তনেই কী এই পারদ পতন?

শহর কলকাতায় বড় বেশি ঠান্ডা পড়ে না। খুব বেশি হলে ১৫ দিন। িকন্তু গত কয়েকদিন ধরে যে ঠান্ডা পড়েছে কলকাতায় তা খুব একটা ঘটেনি অতীতে। যেমনটা ঘটেছে দিল্লিতে। অক্টোবর মাস থেকেই রাজধানী দিল্লিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছিল। তারপরে আবার জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই যেভাবে তাপমাত্রা নামতে শুরু করেছে তাতে হয়তো সুদূর ভবিষ্যতে কোনও না কোনও দিন তুষারপাতের মত ঘটনা ঘটতেই পারে। কারণ জলবায়ু পরিবর্তনের জেরে গত কয়েক বছরে আবহাওয়ার অনেক রকম পরিবর্তনই দেখা যাচ্ছে।

pic courtesy @angshuman_ch

English summary
Kolkata Snowfall imaginary picture in Social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X